Friday, October 8, 2010

স্বপ্ন


আমার সব স্বপ্নে স্বপ্নপোকার বাস।
সব চাওয়াতেই
না পাওয়ার দৃঢ়তা।
আবেগী এক মেয়ের টিকে থাকা যেন
অস্তিত্বের সাথে প্রতি মূহুর্তের লড়াই।
তবুও কিছু স্বপ্ন প্রতি মূহুর্তে নতুন করে
কলপনার সব রং দিয়ে সাজাই।
কখনও যদি চোখ বুজে সবটুকু মমতায়
আলতো হাতে স্বপ্নগুলো ছুঁই।
যেমন করে কোন মা নিজের অস্তিত্বে
বেড়ে উঠা ভ্র“নকে ছোঁয়।
পৃথীবীর সব কষ্ট জড়ো হয়ে
গলার কাছে চেপে বসে
বাসা বাঁধে চোখের কোটরে।
তবুও সোনালী কোন সকালের স্বপ্ন নিয়ে বাঁচি।

Related Posts:

  • আমি কিছু ইংরেজি শব্দের মজার তথ্য উপস্থাপন করছিআমি কিছু ইংরেজি শব্দের মজার তথ্য উপস্থাপন করছি ১। সবচেয়ে লম্বা ইংরেজি শব্দ হল- Floccinaucinihilipilification ২। 80 কে letter marks বলা হ্য় কারণ L=12, … Read More
  • কি-বোর্ডের F1 থেকে F12 এর কাজF1 : সাহায্যকারী কি হিসেবেই ব্যবহূত হয়। যখন F1 কি চাপা হয় তখন প্রত্যেক প্রোগ্রামেরই হেল্প পেইজ চলে আসে। F2 : সাধারণত কোনো ফাইল বা ফোল্ডার পুনরায় নামকর… Read More
  • মিথিলা,মিথিলা, কষ্টকে ছুঁয়ে দেখেছো কখনো? দেখেছ কি কভু, উপরে সতেজ ভেতরে রক্তাক্ত ক্ষত-বিক্ষত কোন পরাজিত সৈনিক? নিজেকে আজকাল বড় বেশী কষ্ট দিতে ইচ্ছে করে কে… Read More
  • গোপন কষ্টভাল্ বাসা ছিলে তুমি আমার চুমে নায়ন কাটাতে রাত্রি আধার । হয়ত কোন ঘুম না আসা রাতে হাত রেখে হাতে কস্ট গুলো আমার রেখে গোপন করেছি কত সুখের আলাপোন। সু… Read More
  • গরম ঘরে দেখি বউ গরম । অফিসে বস গরম । ভারসিটিতে ক্যাডার গরম । রাজ পথে নেতা গরম । দ্রব্যমূল্যের বাজার গরম । প্রেমিক প্পেমিকার মোবাইলে গরম । হরতালে রা… Read More

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....