Friday, October 8, 2010

স্বপ্ন


আমার সব স্বপ্নে স্বপ্নপোকার বাস।
সব চাওয়াতেই
না পাওয়ার দৃঢ়তা।
আবেগী এক মেয়ের টিকে থাকা যেন
অস্তিত্বের সাথে প্রতি মূহুর্তের লড়াই।
তবুও কিছু স্বপ্ন প্রতি মূহুর্তে নতুন করে
কলপনার সব রং দিয়ে সাজাই।
কখনও যদি চোখ বুজে সবটুকু মমতায়
আলতো হাতে স্বপ্নগুলো ছুঁই।
যেমন করে কোন মা নিজের অস্তিত্বে
বেড়ে উঠা ভ্র“নকে ছোঁয়।
পৃথীবীর সব কষ্ট জড়ো হয়ে
গলার কাছে চেপে বসে
বাসা বাঁধে চোখের কোটরে।
তবুও সোনালী কোন সকালের স্বপ্ন নিয়ে বাঁচি।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....