Wednesday, September 15, 2010

কোন টেরনিং ফেরনিং নাই .....ফিলিম হিট

ঈদের পর থেকে মহা জ্বালায় টিভির সামনে বইয়া শান্তী নাই
রাইতের বেলায় বিগ্গাপন,নটাক নামের ফটকামি
আর দিনের বেলায় বাংলাসিনেমার নায়িকাদের লম্প জাম্পিং ভালই লাগে দেখতে:)
এই দেখতে দেখতে একটু ঘুমের তালে হারিয়ে গিয়েছিলাম
মাগার ঘুমাইয়াও শান্তি নাই!!! কেন নাই বুঝতেই পারতেছেন
ভুল কিছু বুঝবেন না আপনারা। সপ্নে একটা সিনেমার পরিচালকের সাথে দেখা তার সাথে কিছু আলাপ হয়েছে সেটাই তুলে ধরতে চেস্টা করছি!!! যা ভুলে যাই নাই তাই লিখলাম
আমি>ভাই কেমন আছেন?
পরিচালক>ভালই আছি ,তবে মরিচের দাম অনেক
আমি>মরিচের দামের সাথে সিনেমার কি কানেকশান?
পরিচালক> আছে আছে মরিচ ছাড়া এমুন নাচন আশাকরা যায় না সিনেমায়!!!!
আমি>কি কন ভাই? একটু খুলাশা করে বলেন
পরিচালক> তাহনে শুনেন এই যে নায়িকাদের দেখছেন এরা নাচের তাললয় কিছুই জানে না
আমি>তাহলে নাচে কেম্বায়?
পরিচালক> হেইডাইতো মরিচের কারিশমা
আমি>কেমনে কি?
পরিচালক>নায়িকাদের পাছায় মরিচ লাগাইয়া দেই
আমি>কেমন করে মরিচ লাগান? তারা টের পায় না?
পরিচালক> না।এইখানেই টেকনিক এর ব্যবহার হয়
আমি>কি টেকনিক একটু কন না ভাই
পরিচালক> সোজা টেকনিক নায়িকাদের বাথরুমের পানিতে মরিচ গুলাইয়া দেই। আর হেই পানি দিয়া পেসাব পায়খানা কইরা ব্যাবহার করে। আর তার পর থেকেই চলে নাচন আর নাচন। আমারও অনেক টাকা বাচে । ড্যান্স ডিরেকটর রাখতে হয় না
আর বুঝেনই তো মরিচ লাগানো নাচন........... কোন টেরনিং ফেরনিং নাই .....ফিলিম হিট
আমিও কিছুটা বুঝলাম
আপনারা কি বুঝতে পারছেন?

সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৩৯   

কারিমাট

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....