চৈত্রদুপুরে কত মানুষের কত স্বপ্ন-পুরন হয়,কত জন, না চাইতেই কত কিছু পায় ! স্বপ্নেও-না ভেবে, নায়ক বনে যায় কেউ কেউ....কুড়িয়ে পাওয়া পয়সায় আ্ইসক্রিম খেয়ে ঠান্ডা লাগেআর আমি, তোমার হাসিমাখা চোখজোড়া একবারদেখবো বলে, চৈত্রদুপুরে হেঁটেছি হাজার মাইল....