Saturday, November 6, 2010

কোন এক বসন্তের শেষ বিকেলে ,

হয়ত খুজবো তোমায় আমি ।
 খুজবো তলিয়ে সৃতির অতলে ।
 হয়ত কোন সাদা চুল রমনী ,

হাত ধরে বসে গুনবো সময় ।
অস্তাচলে হারাবে চেনা সরনী ।

ফিরেপেতে চাইবো তোমায় ,
ভালবেসে হাসবো ভেবে ।

কত কিছু দিয়েছ আমায় ।
জীবনের নৌকা বেয়ে বেয়ে ,

আজ যখন ক্লান্ত আমি । 
সব শক্তি গেছে ক্ষয়ে ।

বসে বসে সৃতি মন্থন ,
 একান্তে চোখে জমে জল ।

হেসে ভাবি এ নয় ক্রন্দন ।
 সৃতির জানালায় কেটে যায় ক্ষন ,

ভেবে ভেবে হৃদয় পুলকিত ।
 ভালবেসে ছুঁয়েছিল দুরন্ত যৌবন ।



0 মন্তব্য(সমূহ):

Post a Comment

তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....