Tuesday, December 14, 2010

তোমাকে ভালবাসি, হ্যাঁ ভালবাসি তাই মেনে নেই সব। হারাতে চাই না তবে এটা দূর্বলতা নয়।


*** তুমি এলে ***

অনেক বর্ষা পার করে অবশেষে
তুমি এলে -বসন্তে-
শীতের হিমেল হাওয়ার মত।

সিক্ত আমার হৃদয় ছেয়ে তোমার স্নিগ্ধতা,
যেন পূর্ণিমা রাতে, মায়াবী জ্যোৎস্নার সাথে
বাতাসে ভেসে আসা কামিনীর সুবাস;
দীর্ঘপ্রশ্বাসে শুধু তোমাকে, তোমাকেই অনুভব।

রুক্ষ আমার দেহে তোমার কোমলতা,
যেন প্রস্ফূটিত কমলের কোমল পরশ,
শিশির ভেজা ঘাসে অনুভূতি পদক্ষেপের
শিউরে ওঠা গায়ে শুধু তোমাকে, তোমাকেই অনুভব।

রিক্ত আমার তনুমনে তোমার আকাঙ্খা,
যেন মরুপ্রান্তরে ক্লান্ত পথিক কাঙ্খিত বিশ্রাম
পিপাসিত বুক, দুচোঁখে সবুজ মরুদ্যান;
দীর্ঘযাত্রাপথে শুধু তোমাকে তোমাকেই কল্পনা।

কাঙ্খিত তুমি, আমার আকাঙ্খায়,
যেন গোধূলী বেলায় ক্লান্ত পাখির কাঙ্খিত নীড়,
যেন দিকহারা মাঝি শুধু খুঁজে ফেরে কাঙ্খিত নদী তীর;
আমার দুচোঁখ খোঁজে তোমাকেই, তোমাকেই অবিরত।

অনেক বর্ষা পার করে অবশেষে
তুমি এলে -বসন্তে-
শীতের হিমেল হাওয়ার মত।

ছোট একটা মন
জমে আছে বহু কথন
চুল আমার উস্ক খুস্ক
আজ আমার শুক্রপক্ষ
জানতে চেয়ো না বুকে কি আছে?
শুধু বুঝে নাও দু চোখে লেখা আছে!

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....