Tuesday, December 14, 2010

তোমাকে ভালবাসি, হ্যাঁ ভালবাসি তাই মেনে নেই সব। হারাতে চাই না তবে এটা দূর্বলতা নয়।


*** তুমি এলে ***

অনেক বর্ষা পার করে অবশেষে
তুমি এলে -বসন্তে-
শীতের হিমেল হাওয়ার মত।

সিক্ত আমার হৃদয় ছেয়ে তোমার স্নিগ্ধতা,
যেন পূর্ণিমা রাতে, মায়াবী জ্যোৎস্নার সাথে
বাতাসে ভেসে আসা কামিনীর সুবাস;
দীর্ঘপ্রশ্বাসে শুধু তোমাকে, তোমাকেই অনুভব।

রুক্ষ আমার দেহে তোমার কোমলতা,
যেন প্রস্ফূটিত কমলের কোমল পরশ,
শিশির ভেজা ঘাসে অনুভূতি পদক্ষেপের
শিউরে ওঠা গায়ে শুধু তোমাকে, তোমাকেই অনুভব।

রিক্ত আমার তনুমনে তোমার আকাঙ্খা,
যেন মরুপ্রান্তরে ক্লান্ত পথিক কাঙ্খিত বিশ্রাম
পিপাসিত বুক, দুচোঁখে সবুজ মরুদ্যান;
দীর্ঘযাত্রাপথে শুধু তোমাকে তোমাকেই কল্পনা।

কাঙ্খিত তুমি, আমার আকাঙ্খায়,
যেন গোধূলী বেলায় ক্লান্ত পাখির কাঙ্খিত নীড়,
যেন দিকহারা মাঝি শুধু খুঁজে ফেরে কাঙ্খিত নদী তীর;
আমার দুচোঁখ খোঁজে তোমাকেই, তোমাকেই অবিরত।

অনেক বর্ষা পার করে অবশেষে
তুমি এলে -বসন্তে-
শীতের হিমেল হাওয়ার মত।

ছোট একটা মন
জমে আছে বহু কথন
চুল আমার উস্ক খুস্ক
আজ আমার শুক্রপক্ষ
জানতে চেয়ো না বুকে কি আছে?
শুধু বুঝে নাও দু চোখে লেখা আছে!

Related Posts:

  • নারীদের বর্তমান চরিত্রবিয়ের আগে:রুপের প্রশংসা করলে বলে নোংরাআর প্রশংসা না করলে বলে গাধাপ্রেম নিবেদন করলে বলে চরিত্রহীনপ্রেম নিবেদন না করলে বলে পুরুষত্বহীনআগবাড়িয়ে কথা বললে … Read More
  • কি-বোর্ডের F1 থেকে F12 এর কাজF1 : সাহায্যকারী কি হিসেবেই ব্যবহূত হয়। যখন F1 কি চাপা হয় তখন প্রত্যেক প্রোগ্রামেরই হেল্প পেইজ চলে আসে। F2 : সাধারণত কোনো ফাইল বা ফোল্ডার পুনরায় নামকর… Read More
  • PDF কে WORD এবং WORD কে PDF এ Convert করুন কোন Software ইনষ্টল ছাড়াই।অনেক সময় আমাদের PDF কে WORD এবং WORD কে PDF এ Convert করার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে পিসি তে Software ইনষ্টল করা থাকতে হয়। কিন্তু যদি এমন হয়, আপনি … Read More
  • মানুষ হবে চির যৌবনের অধিকারী মানুষ হবে চির যৌবনের অধিকারী! ভাবনাটাই বোধ হয় সত্য হতে চলেছে। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী রোনাল্ড ডেপিনহোর নেতৃত্বে গবেষকরা খু… Read More
  • সুন্দরী এক মাইয়াআইলো পাড়ায় সুন্দরী এক মাইয়া, মন শুধু চায় দেখতে তারে চাইয়া, সুযোগ পেলে পিরিত করি যাইয়া। সকাল বেলা বারান্দাতে বইয়া, ব্যস্ত থাকে নিজের পড়া লইয়া, আমার কা… Read More

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....