তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই, আমার স্মৃতিরা কেদেঁ ফেলে আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....
আসসালামুয়ালাইকুম,
আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সকলে ভালো আছেন।
আপনি আপনার কম্পিউটারে কোন ফাইল বা কোন গান বা যে কোন কিছুই যদি হারিয়ে ফেলেন তাহলে আপনি কি করেন? আপনি উইন্ডোজের ডিফল্ট সার্চ ব্যবহার করেন। আর এটি সবাই জানে যে এই ডিফল্ট সার্চ ইঞ্জিনটি অনেক স্লো।
|
উপরের ছবিটি ভালো করে দেখতে ছবিতে ক্লিক করুন! |
এমনকি ফাইল ইন্ডেক্স চালু রাখলেও এটি খুব একটা দ্রুত কাজ করে না। যা বেশ বিরক্তিকর।মাঝে মাঝে এটি আপনার কাঙ্খিত ফাইলটি খুজেও পায়না! আপনি নিশ্চই এ থেকে মুক্তি পেতে চান? আর যদি এথেকে মুক্তি পেতে চান তাহলে সবচেয়ে ভালো উপায় গুগল ডেস্কটপ ব্যবহার করা। এতে করে আপনি ইন্টারনেটে গুগল সার্চের মত দ্রুতগতিতে ফাইল সার্চ করতে পারবেন! সত্যি এটি ১০০% কার্যকর। গুগল এটি নিজেরা তৈ্রি করেছে এবং ফ্রিওয়্যার হিসেবে নেটে ছেড়েছে। এটি ইন্সটল করার পরপরই আপনার পিসিতে থাকা ফাইল গুলোকে ইন্ডেক্স করতে থাকে। যাতে দ্রুততার সাথে আপনি পরে সার্চ করতে পারেন। প্রথম প্রথম এটি একটু স্লো কাজ করবে। যখন আপনার সব ফাইল ইন্ডেক্স সম্পন্য হবে তখন তো আপনার পিসই পুরাই পাঙ্খা। ইন্ডেক্স শেষ হলে আপনার পিসি আবার সুপার স্পিডি হয়ে যাবে। তখন আপনি কোন কিছু গুগল ডেস্কটপে সার্চ করলেই সাথে সাথেই রেজাল্ট পাবেন। আর যখনি আপনি কোন নতুন ফাইল কম্পিউটারে আনবেন সাথে সাথেই তা ইন্ডেক্স হয়ে যাবে। সুতরাং উইন্ডোজের ডিফল্ট সার্চ ইজ্ঞিন বাদ দিন আর গুগল ডেস্কটপ দিয়ে হাওয়ার মত স্পিডে সার্চ করুন!!
|
ছবিটি ভালো করে দেখতে ছবিতে ক্লিক করুন! |
গুগল ডেস্কটপ ডাউনলোড করতে নিচের লিঙ্কে যান-
http://desktop.google.com
আর প্লাগ-ইনস ডাউনলোড করতে নিচের লিঙ্কে যান-http://desktop.google.com/plugins/
0 মন্তব্য(সমূহ):
Post a Comment
তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....