আজ তোমায় কিছু বলবো না আমি
বাতায়ন পানে চাহি যেয়ো নাকো তুমি।
আমি বাতাসের কাছে হাঁসতে শিখেছি
আকাশের কাছে উদারতা,
আমি মেঘের কাছে কাঁদতে শিখেছি
বনের কাছে গোপনতা।
আজ তোমায় কিছু বলবো না আমি
বাতায়ন পানে চাহি যেয়ো নাকো তুমি।
আমি নদীর কাছে চলতে শিখেছি
সাগরের কাছে গভীরতা,
আমি পাহাড়ের কাছে দাড়াতে শিখেছি
ঝর্নার কাছে চপলতা।
আজ তোমায় কিছু বলবো না আমি
বাতায়ন পানে চাহি যেয়ো নাকো তুমি।
বাতায়ন পানে চাহি যেয়ো নাকো তুমি।
আমি বাতাসের কাছে হাঁসতে শিখেছি
আকাশের কাছে উদারতা,
আমি মেঘের কাছে কাঁদতে শিখেছি
বনের কাছে গোপনতা।
আজ তোমায় কিছু বলবো না আমি
বাতায়ন পানে চাহি যেয়ো নাকো তুমি।
আমি নদীর কাছে চলতে শিখেছি
সাগরের কাছে গভীরতা,
আমি পাহাড়ের কাছে দাড়াতে শিখেছি
ঝর্নার কাছে চপলতা।
আজ তোমায় কিছু বলবো না আমি
বাতায়ন পানে চাহি যেয়ো নাকো তুমি।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment
তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....