Wednesday, May 11, 2011

আমি শিখেছি


আজ তোমায় কিছু বলবো না আমি
বাতায়ন পানে চাহি যেয়ো নাকো তুমি।
আমি বাতাসের কাছে হাঁসতে শিখেছি
আকাশের কাছে উদারতা,
আমি মেঘের কাছে কাঁদতে শিখেছি
বনের কাছে গোপনতা।

আজ তোমায় কিছু বলবো না আমি
বাতায়ন পানে চাহি যেয়ো নাকো তুমি।
আমি নদীর কাছে চলতে শিখেছি
সাগরের কাছে গভীরতা,
আমি পাহাড়ের কাছে দাড়াতে শিখেছি
ঝর্নার কাছে চপলতা।

আজ তোমায় কিছু বলবো না আমি
বাতায়ন পানে চাহি যেয়ো নাকো তুমি। 

Related Posts:

  • বিষন্ন ভালোবাসা আমি জানতে চাই "তুমি আমাকে ভালোবাস"? তুমি বল "হ্যাঁ" আমি জানতে চাই "তুমি আমাকে মিস কর"? তুমি বল "হ্যাঁ,করব না কেন"? আমি বলি "তোমার জীবনে আমার প্রয়োজ… Read More
  • এসিডিসি প্রো ফটো ম্যানেজার ৩.০ ফ্রি ডাউনলোড করুন।তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই, আমার স্মৃতিরা কেদেঁ ফেলে আমার নোঙ্গর ছিড়েঁ যায়..... এসিডিসি প্রো ফটো ম্যানেজার ৩.০ ফ্রি ডা… Read More
  • কিভাবে মোবাইলের ভাইরাস রিমোভ করবেন?নোকিয়া এন ৭০ মোবাইলের ভাইরাস রিমোভ করার পদ্ধতিঃ ১. মেমোরী কার্ড ও সিম কার্ড খুলে ফেলুন। ২. *#7370# টাইপ করে ওকে করুন। ৩. লক কোড ১২৩৪৫টাইপ করে ওকে করুন… Read More
  • উইন্ডোজ ইনষ্টল করুন মাত্র কয়েক মিনিটেঅনেক কারনেই আমাদের উইন্ডোজ নষ্ট হয়ে যায়। ফলে কয়েক ঘন্টা ব্যায় করে উইন্ডোজ এবং অনান্য এ্যাপলিকেশন প্রোগ্রাম ইনষ্টল করতে হয়। কিন্তু কয়েক মিনিটেই য… Read More
  • তুমি তুমি সবই জানো, আর এটাও জানো- মন তোমাকেই ভালবাসে- তুমি কী মানো? মানো আর না'ই মানো- কিছু কী যায় আসে? মন আমার শুধু জানে- সে তোমাকেই ভালবাসে। মিথ্যে… Read More

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....