ঘুম থেকে উঠে অবশ্যই এক গ্লাস হালকা গরম পানি খান
সকালবেলা ঘুম থেকে উঠে অনেকেই ধূমায়িত এক কাপ গরম চা খান। কেউ আবার সকালে উঠেই এক বোতল ঠাণ্ডা পানি ঢেলে দেন গলায়। কিন্তু জানেন কি, গরম চা-কফি বা ঠাণ্ডা জল নয়, সকালবেলা এক গ্লাস হালকা গরম পানি খেলে দৈনন্দিন বেশ কিছু শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আপনি।
বয়স: প্রিম্যাচিওর এজিংকে প্রতিরোধ করতে সাহায্য করে হালকা গরম পানি। সকালে এক গ্লাস পানি শরীরের বিষাক্ত সঞ্চিত উপাদানকে দেহ থেকে বের করে দেয়। ফলে ত্বক সতেজ দেখায়।
ব্যথা: অনেক সময় তলপেটের ব্যথা, মাসল ক্র্যাম্প কমাতে দারুণ সাহায্য করে ঈষদুষ্ণ পানি।
ওজন: গরম পানি দেহের মেটাবলিক রেট বাড়িয়ে দেয়। ফলে অতিরিক্ত ক্যালোরি বার্ন করতে এর জুড়ি মেলা ভার।
হজম শক্তি: বদহজমের সমস্যা থেকে মুক্তি পেতেও রোজ সকালে খেতে পারেন ঈষদুষ্ণ পানি। ঠাণ্ডা পানি খাবারের তেল এবং ফ্যাটকে জমিয়ে দেয়। কিন্তু গরম পানি ফ্যাটকে হজম করতে সাহায্য করে।
কোষ্ঠকাঠিন্য: সকালের ঈষদুষ্ণ গরম পানি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকেও মুক্তি দেয়।
ঘুম: শুধু সকালেই নয়, খাওয়ার পর বা বিছানায় ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস হালকা গরম পানি খেলে দেহের স্নায়ু এবং পেশিগুলি রিল্যাক্স হয়। ফলে ঘুম ভাল হয়।
রক্ত চলাচল: ঈষদুষ্ণ পানি খেলে দেহে রক্ত সঞ্চালন ভাল হয়।
সর্দি: মৌসুম পরিবর্তনের সময় ঠাণ্ডা লাগা থেকে বাঁচতে ঈষদুষ্ণ পানির বিকল্প নেই। হাঁচি, কাশি, সর্দির মতো রোগে উপশম দেয় গরম পানি।
তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই, আমার স্মৃতিরা কেদেঁ ফেলে আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....
0 মন্তব্য(সমূহ):
Post a Comment
তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....