Friday, July 22, 2016

‘ও’ পজিটিভ রক্তের গ্রুপ স্পেশাল হওয়ার কারণ কি?

‘ও’ পজিটিভ রক্তের গ্রুপ স্পেশাল হওয়ার কারণ কি?






মোটামুটি সবারই জানা যে, সার্বজনীন দাতা রক্তের গ্রুপ ও পজিটিভ। এই গ্রুপের কিছু নেতিবাচক দিকও আছে। যেমন: যাদের শরীরে ‘ও’ গ্রুপের রক্ত তাদের নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এদের তুলনামূলক আলসার, থাইরয়েডের অসুখে ভোগার হার বেশি। হরমোনের মাত্রাও কম হয়। আয়োডিনের ঘাটতিও দেখা যায়। সহজে মোট হয়ে যায়।
এতো সমস্যার পরেও কিন্তু এই গ্রুপটি স্পেশাল। কারণ, এরা সাধারণত সমাজের নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নেতৃত্ব স্বভাবজাত গুণ। কাজে অত্যন্ত মনোযোগী, ব্যক্তিত্ববান।
তবে অবসাদগ্রস্ত হয়ে পড়লে, ভীষণ রেগে যায়, অস্বাভাবিক আচরণ করতে থাকে। পাশাপাশি অতিমাত্রায় আবেগতাড়িত। খাওয়াদাওয়া নিয়ে হুঁশ থাকে না। স্বাস্থ্য নিয়ে ওতো মাথা ঘামায় না।
এই গ্রুপটি জাপানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাকরির ইন্টারভিউয়ে কমন প্রশ্ন থাকে ব্লাড গ্রুপ। আর সেটা ‘ও’ হলে পাস মার্ক! কারণ জাপানিরা মনে করে, ‘ও’ গ্রুপের অধিকারীরা খুবই দায়িত্ববান, কাজ ফেলে রাখা পছন্দ করে না, যুক্তিবাদী, গোছালো।









তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই, আমার স্মৃতিরা কেদেঁ ফেলে আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....