Tuesday, September 28, 2010

ইয়াহু মেসেণ্জারে মাল্টিপল লগ-ইন : যত খুশি আইডি ব্যবহার করুন একই সময়! ‘১০ জন’ হয়ে চ্যাট করুন ১ জনের সাথে! (ভার্চুয়াল বাটপারী)


লীনার সাথে চ্যাট করেন যে আইডি দিয়ে, সাদিয়ার সাথে করেন অন্য আইডি দিয়ে। আইডি চেণ্জ করার জন্য বারবার মেসেণ্জার লগ-ইন, লগ-আউট করতে হয়। খুব ডিজগাছটিঙ! নো চিন্তা, এবার একই সাথে লীনা, সাদিয়া, আরমান, ফারহান এর সাথে চ্যাট করুন ভিন্ন ভিন্ন আইডি দিয়ে, একই সাথে একই টাইমে। কিভাবে? পানির মত সোজা। নিচের সামান্য কয়টি সেটিং পরিবর্তন করে একই সাথে যতখুশি তত মেসেঞ্জারে উউন্ডো ওপেন করে চ্যাট করুন।

০১. স্টার্ট বাটন ক্লিক করে রান অপশন থেকে রেজিএডিট লিখুন


০২. Navigate থেকে HKEY_CURRENT_USER - ক্লিক


০৩. Software তার পর Yahoo! তারপর page, তারপর Testএ ক্লিক করুন।




3.ডানপাশের প্যান থেকে REZ_SZ এর উপর রাইট ক্লিক – New তে ক্লিক –DWORD value তে ক্লিক.



4.নতুন একটি ফাইল তৈরী হবে ও ফাইলটিকে Rename করুন Plural নাম দিয়ে।


5. নতুন তৈরী ফাইলটিকে Double click করুন এবঙ decimal value সিলেক্ট করে তার মান লিখুন 1.


রেজি এডিট বন্ধ করুন। বাস, খেইল খতম। এবার আপনার পালা ...



0 মন্তব্য(সমূহ):

Post a Comment

তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....