প্রভাত বর্ণনা
অ---অসৎসঙ্গ ত্যাগ কর।
আ---আলস্য দোষের আকর।
ই---ইক্ষুরস অতি মিষ্ট।
ঈ---ঈশ্বরকে বন্দনা কর।
উ---উগ্রভাব ভাল নয়।
ঊ---ঊর্ধ্বমুখে পথ চলিও না।
ঋ---ঋষিবাক্য শিরোধার্য।
এ---একতা সুখের মূল।
ঐ---ঐশ্বর্য রক্ষা করা কঠিন।
ও---ওষধি ফল পাকিলে মরে।
ঔ---ঔদার্য অতি মহৎগুণ।
ক---কটুবাক্য কহা অনুচিত।
খ---খলকে বিশ্বাস করিও না।
গ---গর্ব করা ভাল নয়।
ঘ---ঘনাগমে বৃষ্টি হয়।
চ---চন্দ্রকিরণ অতি স্নিগ্ধ।
ছ---ছলনা করা বড় দোষ।
জ---জনকজননী অতি পূজ্য।
ঝ---ঝগড়া করিলে বিপদ ঘটে।
ট---টঙ্কার ধনুর জ্যাশব্দ বটে।
ঠ---ঠকের বাক্য অবিশ্বাস্য।
ড---ডমরু শিবের বাদ্যযন্ত্র।
ঢ---ঢক্কা রণবাদ্য বিশেষ।
ত---তপস্বীরা বনে থাকেন।
থ---থপ্থপ্ করিয়া ভেক চলে।
দ---দরিদ্রকে অন্নদান কর।
ধ---ধর্মপথ অবলম্বন কর।
ন---নম্র হইতে চেষ্টা কর।
প---পণ্ডিতলোক সভামান্য।
ফ---ফলদ্বারা পরিচয় হয়।
ব---বন্ধুর হিতকরা কর্তব্য।
ভ---ভগ্নোৎসাহ হইও না।
ম---মন দিয়া বিদ্যাভ্যাস কর।
য---যত্ন করিলে রত্ন মিলে।
র---রবির কিরণ অতি প্রখর।
ল---লম্ফ দিয়া চলিও না।
শ---শঠকে বিশ্বাস করিও না।
ষ---ষট্পদ মধু পান করে।
স---সৎপুত্র কুলের ভূষণ।
হ---হটকারিতা বড় দোষ।
ক্ষ---ক্ষমা প্রদর্শন দেবধর্ম।
প্রভাত বর্ণনা
পাখী সব করে রব, রাতি পোহাইল।
কাননে কুসুমকলি, সকলি ফুটিল।।
রাখাল গরুর পাল, ল'য়ে যায় মাঠে।
শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে।।
ফুটিল মালতী ফুল, সৌরভ ছুটিল।
পরিমল লোভে অলি, আসিয়া জুটিল।।
গগনে উঠিল রবি, লোহিত বরণ।
আলোক পাইয়া লোক, পুলকিত মন।।
শীতল বাতাস বয়, জুড়ায় শরীর।
পাতায় পাতায় পড়ে, নিশির শিশির।।
উঠ শিশু মুখ ধোও, পর নিজ বেশ।
আপন পাঠেতে মন, করহ নিবেশ।।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment
তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....