Monday, October 4, 2010

কিভাবে মোবাইলের ভাইরাস রিমোভ করবেন?

নোকিয়া এন ৭০ মোবাইলের ভাইরাস রিমোভ করার পদ্ধতিঃ
১. মেমোরী কার্ড ও সিম কার্ড খুলে ফেলুন।
২. *#7370# টাইপ করে ওকে করুন।
৩. লক কোড ১২৩৪৫টাইপ করে ওকে করুন।
 ৭৭৮০ লিখেন আপনার কোন কিছু্‌ই ডিলেট হবেনা।আপনার উদ্দেশ্যও সফল হবে

আপনার নোকিয়া এন৭০ মোবাইলে আর ভাইরাস থাকবেনা।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....