আমি জানতে চাই "তুমি আমাকে ভালোবাস"?
তুমি বল "হ্যাঁ"
আমি জানতে চাই "তুমি আমাকে মিস কর"?
তুমি বল "হ্যাঁ,করব না কেন"?
আমি বলি "তোমার জীবনে আমার প্রয়োজন অনুভব কর"?
তুমি বল "না করার কি আছে"?
আমার জানা হয় না তুমি সত্যি বলছ না মিথ্যা বলছ।
যদি সত্যি বল তাহলে আকাশ অনেক কেঁদে
যে রাতকে মায়াবী করে
তখন তোমার মন কেমন করে না কেন?
তুমি ছুটে এসে কেন বল না
"চল,তোমাকে নিতে এসেছি"?
তুমি তো জান কি ভীষন সুখে
বৃষ্টি আর কান্না একাকার হবে।
তবে কি তুমি মিথ্যে বল?
যদি মিথ্যা হয় তবু আমি ঈশ্বরকে বলি
কখনো যেন জানা হয় না সব মিথ্যা ছিলো।
তা না হলে পৃথিবীর সব ভালোবাসাকে জড়ো করেছি
তোমায় দেব বলে,সব কি মিথ্যা হবে?
তুমি বল "হ্যাঁ"
আমি জানতে চাই "তুমি আমাকে মিস কর"?
তুমি বল "হ্যাঁ,করব না কেন"?
আমি বলি "তোমার জীবনে আমার প্রয়োজন অনুভব কর"?
তুমি বল "না করার কি আছে"?
আমার জানা হয় না তুমি সত্যি বলছ না মিথ্যা বলছ।
যদি সত্যি বল তাহলে আকাশ অনেক কেঁদে
যে রাতকে মায়াবী করে
তখন তোমার মন কেমন করে না কেন?
তুমি ছুটে এসে কেন বল না
"চল,তোমাকে নিতে এসেছি"?
তুমি তো জান কি ভীষন সুখে
বৃষ্টি আর কান্না একাকার হবে।
তবে কি তুমি মিথ্যে বল?
যদি মিথ্যা হয় তবু আমি ঈশ্বরকে বলি
কখনো যেন জানা হয় না সব মিথ্যা ছিলো।
তা না হলে পৃথিবীর সব ভালোবাসাকে জড়ো করেছি
তোমায় দেব বলে,সব কি মিথ্যা হবে?
0 মন্তব্য(সমূহ):
Post a Comment
তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....