Thursday, October 7, 2010

বিষন্ন ভালোবাসা


আমি জানতে চাই "তুমি আমাকে ভালোবাস"?
তুমি বল "হ্যাঁ"
আমি জানতে চাই "তুমি আমাকে মিস কর"?
তুমি বল "হ্যাঁ,করব না কেন"?
আমি বলি "তোমার জীবনে আমার প্রয়োজন অনুভব কর"?
তুমি বল "না করার কি আছে"?
আমার জানা হয় না তুমি সত্যি বলছ না মিথ্যা বলছ।
যদি সত্যি বল তাহলে আকাশ অনেক কেঁদে
যে রাতকে মায়াবী করে
তখন তোমার মন কেমন করে না কেন?
তুমি ছুটে এসে কেন বল না
"চল,তোমাকে নিতে এসেছি"?
তুমি তো জান কি ভীষন সুখে
বৃষ্টি আর কান্না একাকার হবে।
তবে কি তুমি মিথ্যে বল?
যদি মিথ্যা হয় তবু আমি ঈশ্বরকে বলি
কখনো যেন জানা হয় না সব মিথ্যা ছিলো।
তা না হলে পৃথিবীর সব ভালোবাসাকে জড়ো করেছি
তোমায় দেব বলে,সব কি মিথ্যা হবে?

Related Posts:

  • শ্রেষ্ঠ প্রেমিক শ্রেষ্ঠ প্রেমিক আমি তোমায় ফুল নিবেদন করি তুমি আমায় কাঁটা ছুড়ে মার, আমি তোমার বিরহে অশ্রু বর্ষণ করি তুমি শুষ্ক কথায় আমায় দূরে ঠেলে দাও। তোমাকেই … Read More
  • ঋতুর কুটুম!ফাগুনে আগুনে পোড়ে হৃদয় মাচানপরশির বাঁশবনে- ডাহুক মাতালকোকিলের কুহুতানে পুলকিত বায় অবঘোরে ধেয়ে আসে মেঘের চাতাল।নিশিবাগে নাহারের আঁধোফোটা লনে-ড… Read More
  • Free Downloadতুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই, আমার স্মৃতিরা কেদেঁ ফেলে আমার নোঙ্গর ছিড়েঁ যায়..... Free Download Mastering AutoCAD Ci… Read More
  • সময়দেশাত্ববোধে জন্ম নিয়ে তাগড়া যৌবন কালবৈশাখীর ঝড়ের বেগ পেয়ে- সত্যের আলোয় দূর আগামীতে স্থির হয়৷ ইতিহাসের যুক্তিনিষ্ঠতায় বুঝে নেয় পথ শিক্ষার চাদর… Read More
  • বরিশাল জেলা ১৭৯৭ সালে প্রতিষ্ঠিত বরিশাল দক্ষিণ বাংলাদেশের একটি অন্যতম সুন্দর শহর এবং বরিশাল বিভাগের সদর দপ্তর। জেলার উত্তরে শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ, পশ… Read More

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....