Monday, October 11, 2010

প্রশ্ন

ভোরের আকাশ কে প্রশ্ন করি
তুমি এত সুন্দর কেন?
আকাশের জবাব এখনো অনেক বেলা বাকী যে,
জীবনের তো কিছুই দেখলাম না। সব সুন্দরই তো লাগছে
দুপুরে প্রশ্ন করি তুমি এত নিষ্ঠুর কেন? তোমা হতে আসা প্রখর সুর্যতাপে জীবন করেছ দুর্বিষহ..
আকাশের জবাব সময় আমার কোমলতা কেড়ে নিয়েছে
আমি এখন নিজের কোমলতা নিজেই খুঁজে বেড়াই
বিকেলে প্রশ্ন করি, এখন ?
আকাশ জবাব দেয় সারাদিন তোমাদের সাথে থেকে অর্থ হারিয়ে ফেলেছি জীবনের
আবার ছুড়ে দেই প্রশ্ন-
তাহলে রঙ্গিন কেন?
জবাব আসে তোমাদের অর্থহীন কোলাহলে লজ্জায় লাল হয়ে গিয়েছি।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....