Monday, October 11, 2010

প্রশ্ন

ভোরের আকাশ কে প্রশ্ন করি
তুমি এত সুন্দর কেন?
আকাশের জবাব এখনো অনেক বেলা বাকী যে,
জীবনের তো কিছুই দেখলাম না। সব সুন্দরই তো লাগছে
দুপুরে প্রশ্ন করি তুমি এত নিষ্ঠুর কেন? তোমা হতে আসা প্রখর সুর্যতাপে জীবন করেছ দুর্বিষহ..
আকাশের জবাব সময় আমার কোমলতা কেড়ে নিয়েছে
আমি এখন নিজের কোমলতা নিজেই খুঁজে বেড়াই
বিকেলে প্রশ্ন করি, এখন ?
আকাশ জবাব দেয় সারাদিন তোমাদের সাথে থেকে অর্থ হারিয়ে ফেলেছি জীবনের
আবার ছুড়ে দেই প্রশ্ন-
তাহলে রঙ্গিন কেন?
জবাব আসে তোমাদের অর্থহীন কোলাহলে লজ্জায় লাল হয়ে গিয়েছি।

Related Posts:

  • Fuck You >>> fuk u, Age, sex, location>> ASL Girlfriend >>> gf, Great >>> Gr8, No problem >> np, hru >>>> How Are You, My smmr hols wr CWOT. B4, we used 2go2 NY 2C my bro, his GF & thr 3 :- kids FTF. ILNY, it's a gr8 plc." translation: "My summer holidays were… Read More
  • প্রশ্নভোরের আকাশ কে প্রশ্ন করি তুমি এত সুন্দর কেন? আকাশের জবাব এখনো অনেক বেলা বাকী যে, জীবনের তো কিছুই দেখলাম না। সব সুন্দরই তো লাগছে দুপুরে প্রশ্ন করি তুম… Read More
  • যৌবন বেচা জীবন যাদের লেখাটিতে নিজস্ব মতামত বা দৃষ্টিভঙ্গীর ব্যবহার সচেতনভাবেই বাদ দিয়েছি। যতটুকু লিখেছি তার সবটাতেই কাজের বাস্তব ও যৌনজীবীদের মতামতের প্রতিফলন ঘটেছ… Read More
  • লক্ষ যোজন লক্ষ যোজন দুর হতে তুমি তাকিয়ে আছো আমার পানে জন্মান্তর ধরে দেখিছি তোমায় নীরবে নিভৃতে লুকিয়ে গোপনে। শুধু মনে হয় এতো যে আপন তবু কেন সে দুরে থেকে যায় কা… Read More
  • স্বামী-স্ত্রীর আচরণের সৌন্দর্য।স্বামী বেচারা বিয়ে করার মাধ্যমে আপনি একজন স্বামী হয়েছেন। আপনি যাকে বিয়ের মাধ্যমে স্ত্রী বানাতে যাচ্ছেন, তিনি যেন গুণবতী ও কর্মদক্ষ মেয়ে হন। ১) … Read More

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....