Sunday, October 10, 2010

লক্ষ যোজন


লক্ষ যোজন দুর হতে তুমি তাকিয়ে আছো আমার পানে
জন্মান্তর ধরে দেখিছি তোমায় নীরবে নিভৃতে লুকিয়ে গোপনে।
শুধু মনে হয় এতো যে আপন তবু কেন সে দুরে থেকে যায়
কাছে আসিয়াও আসে না কাছে ধোঁয়াশার মতো ঘুরিয়া বেড়ায়।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....