Wednesday, October 13, 2010

স্বামী-স্ত্রীর আচরণের সৌন্দর্য।

স্বামী বেচারা


বিয়ে করার মাধ্যমে আপনি একজন স্বামী হয়েছেন।
আপনি যাকে বিয়ের মাধ্যমে স্ত্রী বানাতে যাচ্ছেন,
তিনি যেন গুণবতী ও কর্মদক্ষ মেয়ে হন।

১) আল্লাহ আপনাকে একজন স্ত্রী দান করেছেন, সে জন্য তাঁর কাছে কৃতজ্ঞ থাকুন, শোকর আদয় করুন।

২) স্ত্রীকে বুঝবার চেষ্টা করুন। তার জ্ঞান-বুদ্ধি -মন মানসিকতা,স্বভাব প্রকৃতি,দক্ষতা, গুণাবলী,দোষক্রটি জেনে নিন।

৩) তাকে আপনার মনের মত করে গড়ে তুলার পরিকল্পনা করুন।

৪) তার জ্ঞান বুদ্ধি, যোগ্যতা, প্রতিভা ও গুণাবলীকে বিকশিত করে তুলুন।
তাকে সর্ব গুণে ফুলের মতো প্রস্ফুটিত করে তুলুন।

৫) তার মধ্য যেসব ক্রটিও কমতি আছে। একজনের সুচিকিৎসকের মতো
সেগুলো নিরাময় করুন। তিনি তো আপনারই বউ 

৬) হাসি মুখে কথা বলুন, খুশি মনে কথা বলুন।

৭) তাকে সাথে করে বেড়াতে নিয়ে যান।

৮) চমৎকার আচরণ করুন, তার ভালোর গুণাবলীর প্রশংসা করন।

৯) তার কাছে ভরসাপুর্ণ, ও বিশ্বস্ত ব্যক্তিবান হোন।

১০) তার সাথে পরামর্শ করে কাজ করুন,।

১১) তার অবদানের স্বীকৃতি দিন।

১২) তার মানসিক ও জৈবিক দাবি পূরণ করুন।

১৩) কথা, কাজ এবং রাগ অনুরাগে তার প্রতি ভালবাসা প্রকাশ করুন।

১৪) তার ছোট খাটো ক্রটিবিচ্যুতি অপেক্ষা করুন।

১৫) তার ভাল দিকগুলো বিবেচনা করে মন্দ দিকগুলো ভূলে থাকুন।

১৬) আপনার জন্য কষ্ট করলে তাকে ধন্যবাদ জানান

১৭) তাকে বিশ্বা করুন তার প্রতি আস্তা রাখুন।

১৮) মাঝে মাঝে তাকে উপহার দিন।

১৯) সাধ্যানুযায়ী তাকে খোরপোষের ব্যবস্থা করুন।

২০) স্ত্রীর মন রক্ষা করুন 

২১) নিজের দায়িত্ব ও সংকট নিয়ে প্রয়োজন মত তার সাথে আলোচনা করুন। আপনার কর্ম ও ব্যস্ততা তাকে অবহিত করুন।

২২) তাকে সবসময় কিছু হাত খরচ দিন।

২৩) সমঝেতার মাধ্যমে সংসার খরচের দায়ীত্ব তাকেই দিতে পারেন।

২৪) স্ত্রীর যে কোন ভাল প্রস্তাব কে স্বাগত জানান।

২৫) স্ত্রীর স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ-খবর রাখুন। অসুস্থ হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন।

২৬) স্ত্রীকে বন্ধু বানিয়ে নিন। তার সাথে বন্ধুর মত হৃদ্যতা গড়ে তুলুন।এবং বন্ধুর মত আচরণ করুন।

২৭) স্ত্রীর আত্মীয় স্বজন কে সম্মান-শ্রদ্ধা করুন।

২৮) ঘরের কাজে স্ত্রীকে সাধ্যমত সাহায্য করুন।

২৯) তার মনের মত হবার চেষ্টা করুন।

৩০) সন্তাদের সামনে স্ত্রীকে অপমানিত করবেন না ।
----------------------------------------------------------------------

স্ত্রী বেচারি
স্ত্রী স্বামীর সংসারের প্রাণ। একজন মহিলা নিজেই নিজের জন্য ভাল স্বামী নির্বাচন করার অধিকার রাখেন। বিয়ের মাধ্যমে আপনি একজন পরুষের স্ত্রী হলেন। তিনি হলেন আপনার স্বামী। আর স্বামীর কাছে একজন স্ত্রীর হওয়া চাই গুণবতী। হওয়া স্বামীর মনের মত। কি ভাবে হবেন। হ্যাঁ সব দিক দিয়ে সুন্দর স্ত্রী হবার সুন্দর উপায়

১) আল্লাহ আপনাকে একজন স্বামী দান করেছেন, সে জন্য তাঁর কাছে কৃতজ্ঞ থাকুন, শোকর আদয় করুন।

২) স্বামীকে বুঝুন। স্বামীর মন মানসিকতা, স্বভাব, প্রকৃতি,যোগ্যতা, গুণাবলী, সামাজিক মর্যদা উপলব্দি করুন এবং সেভাবে তাকে গ্রহণ করুন । স্বামিকে শ্রদ্ধা করুণ,

৩) স্বামীকে হৃদয়ের গভীরে, অন্তরের অন্তস্থলে স্থান দিন। তাকে মন খুলে ভালবাসুন।

৪) স্বামীর কাছে মনের কথা খুলে বলুন। সুখ, দুঃখ, আনন্দ,সমস্যা। সংকট সবই স্বামিকে জানান।

৫) বিশ্বস্ত হোন বিশ্বস্ত থাকুন।

৬) স্বামীর সব ধরনের আমানত রক্ষা করুন। 

৭) স্বামীর সব ধরনের গোপন বিষয়াদি গোপন রাখুন।

৮) স্বামী যেভাবে চান সেভাবে নিজেকে সাজান। 

৯) স্বামীর সুখে সুখি হোন, স্বামীর দুঃখে দুখী হোন।

১০) সুযোগ ও সামর্থ মত স্বামীর সেবা করুন।

১১) স্বামীর সমস্যা সংকটে স্বামীকে সাহায্য করুন। সান্তনা দিন,প্রবিধ দিন পরামর্শ দিন, প্রয়োজন মত সঙ্গ নিন।

১২) স্বামীর কোন বদ অভ্যাস থাকলে ভালবাসা দিয়ে বিজ্ঞ চিকিৎসকের মত তা দূর করার প্রচেষ্টা চালিয়ে যান।

১৩) স্বামীর কল্যাণে ও উন্নতির জন্য খোদার কাছে দোয়া করুন।

১৪) স্বামীকে বন্ধু বানিয়ে নিন। স্বামীকে অভিভাবক মনে করুন।

১৫) স্বামীর কাছে নিজেকে সবসমই প্রকাশ রাখুন। কোন কিছু লুকিয়ে রাখবেন না।

১৬) স্বামীর পরামর্শ নিয়ে কাজ করুন।

১৭) স্বামীর রুচিমত চলুন, কাজ করুন রান্না করুন। 

১৮) স্বামীর পিতা-মাতাকে নিজের পিতা-মাতার মত শ্রদ্ধা করুন, সম্ভব হলে সেবা করুন।

----------------------------------------------------------------------------

স্বামীর জন্য কমই ভালো, শেষে নি আবার উল্টো ধরে

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....