এখানে উল্লেখ থাকে যে সে সময় একটা সাধারন শারির দাম ছিল ২ টাকা আর একটা মাছ ধরার জালের দাম ছিল ১০/১২ টাকা।
সেই আনসার চেয়ারম্যনের শেষ জীবন কাটে অনেক কষ্টে এবং আমি যা লিখলাম তার সবটুকুই শেষ জীবনে সে স্বীকার করে গিয়েছিল....
কাকতালিয় হলেও চিলমারীর লোকজন আজও বিশ্বাস করে আনসার চেয়ারম্যনের শেষ জীবনের কষ্ট তার পাপের ফল ।
ছবিটি বাসন্তির। ১৯৭৪ সালের দুর্ভিক্ষের সময় ছেড়া জাল পড়ে কলা গাছ মুচরে খাওয়ার ছবিটি বিশ্ব জুড়ে আলোড়ন তুলেছিল। বাসন্তি কুড়িগ্রামের চিলমারী উপজেলার ডাটিয়া পাড়ার বাসিন্দা।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment
তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....