Thursday, October 7, 2010

তুমি

 তুমি সবই জানো, আর এটাও জানো-
মন তোমাকেই ভালবাসে- তুমি কী মানো?
মানো আর না'ই মানো- কিছু কী যায় আসে?
মন আমার শুধু জানে- সে তোমাকেই ভালবাসে।
মিথ্যে বলিনি কখনো- জানাটাই ছিল তোমার ভুল;
কাঁটার আঘাতে কষ্ট ছিল, তার আড়ালেই ছিল ফুল।

বাধিবো আমরা সুখের ঘর
নৌকা চড়িবো মাথাভাঙ্গা ঘাটে
দখিনা হাওয়ায় চুল উড়িয়া যায়
আমি খাইবো গনকটুলির মাঠে!

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....