Tuesday, November 9, 2010

বেফাঁস


বেফাঁসপুঁচকে ছেলে কুঁচকে থাকে শীতে
ঠেলেঠুলে ইশকুলে হয় নিতে
বেড়াতে মা নেন না তাকে ভয়ে
লজ্জা দেবে বেফাঁস কথা কয়ে।

বাবা-মা গেলেন বেড়াতে খুলনাতে
বাধ্য হয়ে নিলেন তাকে সাথে।
বুঝিয়ে বলেন, ‘বুঝলে বাপি সোনা
বেফাঁস কথা বললে হবে গোনা!
চুপটি করে থাকবে বসে কাছ
কারোর কথায় কান দেবে না পাছে।’

মায়ের কথায় দুলিয়ে মাথা খোকা
বলল, ‘আমি এতোই কী মা বোকা!’

যাত্রাপথে দেখতে পেলো সুজন
পাশের সিটে নারী-পুরুষ দু’জন
বলছে তারা নানান রকম কথা,
সুজন হঠাৎ ভাঙল নীরবতা।
বলল, ‘শুনুন, ভেরি হেপি লাইফ
আপনারা কি হাজবেন্ড এন্ড ওয়াইফ?’

ওর কথাতে সবাই ওঠে হেসে
মা রেগে তার মুখটা ধরেন ঠেসে!

Related Posts:

  • ঋতুর কুটুম!ফাগুনে আগুনে পোড়ে হৃদয় মাচানপরশির বাঁশবনে- ডাহুক মাতালকোকিলের কুহুতানে পুলকিত বায় অবঘোরে ধেয়ে আসে মেঘের চাতাল।নিশিবাগে নাহারের আঁধোফোটা লনে-ড… Read More
  • শ্রেষ্ঠ প্রেমিক শ্রেষ্ঠ প্রেমিক আমি তোমায় ফুল নিবেদন করি তুমি আমায় কাঁটা ছুড়ে মার, আমি তোমার বিরহে অশ্রু বর্ষণ করি তুমি শুষ্ক কথায় আমায় দূরে ঠেলে দাও। তোমাকেই … Read More
  • বরিশাল জেলা ১৭৯৭ সালে প্রতিষ্ঠিত বরিশাল দক্ষিণ বাংলাদেশের একটি অন্যতম সুন্দর শহর এবং বরিশাল বিভাগের সদর দপ্তর। জেলার উত্তরে শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ, পশ… Read More
  • blingeeami banaichi <img style="visibility:hidden;width:0px;height:0px;" border=0 width=0 height=0 src="http://c.gigcount.com/wildfire/IMP/CXNID=200000… Read More
  • তোমাকে ভালবাসি, হ্যাঁ ভালবাসি তাই মেনে নেই সব। হারাতে চাই না তবে এটা দূর্বলতা নয়। *** তুমি এলে *** অনেক বর্ষা পার করে অবশেষে তুমি এলে -বসন্তে- শীতের হিমেল হাওয়ার মত। সিক্ত আমার হৃদয় ছেয়ে তোমার স্নিগ্ধতা, যেন পূর্ণিমা রাতে, মায়াবী… Read More

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....