Wednesday, November 10, 2010

চাঁদ

চাঁদ
আমাদের জাহিদের আছে এক বায়না
চাঁদটাকে পেড়ে দাও আর কিছু চায় না
রোজ রোজ বাবাকে বলে না তো বই দাও
বলে সে বাবা তুমি বড় এক মই দাও
চাঁদটাকে পেড়ে এনে আমি তুমি খেলবো
আম্মুর মতো করে রুটি বেলা বেলবো
বেলাশেষে চাঁদটাকে নিয়ে যাবো লুকিয়ে
তারপর সূরুজের আলো দিয়ে শুকিয়ে
মিছেমিছি খাবো আমি তুমি বলো খাবো না
তুমি যদি না-ই দাও আমি তবু চাবো না
এরপর চাঁদটাকে নিয়ে যাবো বাইরে
দান করে দিবো আমি যার কিছু নাইরে
বাবা তুমি কখখনো চাঁদটাকে ধরো না
চাঁদটাকে দিয়ে দিবো তুমি মানা করো না।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....