Thursday, November 18, 2010

ইচ্ছে করে

ইচ্ছে করে তোমার গালে
স্বপ্নগুলো আঁকতে
বুকের সাথে বুক মিলিয়ে
চুপটি করে থাকতে।

চাঁদনী রাতে ইচ্ছে করে
জোস্নাগুলো মাখতে
বুক পকেটে আপন সুখে
তোমার ছবি রাখতে।

রোজ বিকেলে ইচ্ছে করে
বসতে নদীর কুলে
পরিয়ে দিতে শিউলিমালা
পাগল করা চুলে।

ইচ্ছে করে পাহাড় চূড়ায়
এক সাথে গান গাইতে
নামিয়ে দিতে জোস্না বুকে
অন্ধকারের রাইতে।

ইচ্ছে করে আটপ্রহরে
বাসতেভাল তোমায়
সুখের ছোঁয়া আসবে ওগো
ব্যাকুল করা চুমায়।

Related Posts:

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....