গরম
ঘরে দেখি বউ গরম ।
অফিসে বস গরম ।
ভারসিটিতে ক্যাডার গরম ।
রাজ পথে নেতা গরম ।
দ্রব্যমূল্যের বাজার গরম ।
প্রেমিক প্পেমিকার মোবাইলে গরম ।
হরতালে রাজধানী গরম ।
জামাতিদের কথায় গরম ।
বেগম জিয়ার মাথা গরম
শেখ হাসিনা ডিগ্রী গরম ।
জঙ্গীদের বোমা গরম ।
সব মিলিয়ে দেশটা গরম ।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment
তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....