ভাল্ বাসা ছিলে তুমি আমার
চুমে নায়ন কাটাতে রাত্রি আধার ।
হয়ত কোন ঘুম না আসা রাতে
হাত রেখে হাতে
কস্ট গুলো আমার রেখে গোপন
করেছি কত সুখের আলাপোন।
সুখেই ছিলাম আমার গোপন কস্টের
উপর তমার নস্ট ভাল বাসার প্রোলেপন ।
আজ তুমি বহু দূরে
কিন্তু আস আমার স্রিতি জুড়ে।
জানি আসবে তুমি আবার ফিরে
আমারি এই শূন্ন্য নিড়ে।
গোপন কষ্ট
2:27 AM / by আমি বাংলায় গান গাই / with No comments /
Related Posts:
Heart হৃদয়ের হৃদয়ের প্রাঙ্গণে উপচে পড়া ঢেউ জানি শুধু আমি ,না আমি ছাড়া কেউ । কচ্ছপ নিদ্রা ভাঙ্গে না তোমার , না যায় তন্দ্রা টুতে বুঝনা কিছুই তুমি , … Read More
চিন্তার বর্হি প্রকাশ পাখি উড়ে গেলেও পলকফেলে যায় আর মানুষচলে গেলে ফেলে রেখে যায়স্মৃতি ।--------- হুমায়ূন আহমেদ ঈশ্বর যদি কাউকে মারতে চান তাহলে কি তার কোন আয়ো… Read More
Theme Song - ICC Twenty20 World Cup 2014) তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাওযাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,আমার স্মৃতিরা কেদেঁ ফেলেআমার নোঙ্গর ছিড়েঁ যায়.....… Read More
ভালোবাসা হচ্ছে বিবাহের সূর্যোদয়, আর বিবাহ হচ্ছে ভালোবাসার সূর্যাস্ত। তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাওযাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,আমার স্মৃতিরা কেদেঁ ফেলেআমার নোঙ্গর ছিড়েঁ যায়.....… Read More
Love and ভালবাসা এবং Phalaguni night; Saw him with darkness. When the owl pair of green eyes match Adhamre finding the hidden surprise. I have two blue eyes of his, tra… Read More
0 মন্তব্য(সমূহ):
Post a Comment
তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....