Saturday, November 27, 2010

গোপন কষ্ট

ভাল্ বাসা ছিলে তুমি আমার
চুমে নায়ন কাটাতে রাত্রি আধার ।
হয়ত কোন ঘুম না আসা রাতে
হাত রেখে হাতে
কস্ট গুলো আমার রেখে গোপন
করেছি কত সুখের আলাপোন।
সুখেই ছিলাম আমার গোপন কস্টের
উপর তমার নস্ট ভাল বাসার প্রোলেপন ।
আজ তুমি বহু দূরে
কিন্তু আস আমার স্রিতি জুড়ে।
জানি আসবে তুমি আবার ফিরে
আমারি এই শূন্ন্য নিড়ে।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....