Friday, November 5, 2010

প্রেম পত্র

গিয়াছিলাম আমি গনকটুলির মাঠে
উড়িতেছে আমার বানানে ভুল প্রেমপত্র
কিছুক্ষন হইলো এই পত্র নিয়া সালিশ
পিঠে লইয়া বালিশ বেতাইলো মোর গাত্র!

প্রথম পত্র দিয়াছিলাম জরিনার মায়েরে
তার সোয়ামি আসিলো দৌড়াইয়া ভরিলো খোয়াড়ে!
বেদনা ভরা গাত্র নিয়া গেলাম কবিরাজের বাড়ী
উপজেলা হাসপাতালে পাঠাইলো নিয়া ভাঙ্গা গাড়ী!

দেখিলাম সুন্দরী নার্স বলিলাম বিবাহ হয় নাই
মুচকি হাসি দিয়া বলিলো একটা জিনিস আনি নাই!
যখন আসিলো হাতে গরুমারা পুলটিশ
আবারো দেখিলাম আন্ধার পশ্চাদ্দেশে বিপুল বিষ!

হাসপাতাল থিকা আসিয়া ২০ দিন খাটে শুইয়া
সেবা শ্বশ্রুষায় লাগিলো পাশের বাড়ীর সখিনা!
তার কোমল পরশে উথলাইয়া উঠিলো দিলখানা
সুস্হ হইবার প্রাক্কালে ধরিয়া ফেলিলাম হাতখানা!

আর যাই কৈ, তাহার বাপে জানিয়া মুন্ডাইলো মাথা
টাকলু মাথায় অসুস্হ বদনে পিছনে ভরিলো ১৪ শিকা
থানার ওসি কয়,"প্রেম করনের এত শখ কৈ পাইলা?"
দুঃখে কাইন্দা কৈ,"পিটানি খাইয়া খাটিতে হইবে কামলা!"

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....