দুই ইঞ্চি জায়গা হবে?
বহুদিন চাষাবাদ করিনা সুখের।
মাত্র ইঞ্চি দুই জমি চাই
এর বেশী কখনো চাবো না,
যুক্তিসঙ্গত এই জৈবনিক দাবি খুব বিজ্ঞানসম্মত
তবু ওটুকু পাবো না
এমন কী অপরাধ কখন করেছি!
ততোটা উর্বর আর সুমসৃণ না হলেও ক্ষতি নেই
ক্ষোভ নেই লাবন্যের পুষ্টিহীনতায়,
যাবতীয় সার ও সোহাগ দিয়ে
একনিষ্ঠ পরিচর্যা দিয়ে
যোগ্য করে নেবো তাকে কর্মিষ্ঠ কৃষকের মত।
একদিন দিন চলে যাবে মৌসুম ফুরাবে,
জরা আর খরায় পীড়িত খাঁ খাঁ
অকর্ষিত ওলো জমি
কেঁদে-কেটে কৃষক পাবে না।
কৃষকের গান
7:53 AM / by আমি বাংলায় গান গাই / with No comments /
Related Posts:
শ্রেষ্ঠ প্রেমিক শ্রেষ্ঠ প্রেমিক আমি তোমায় ফুল নিবেদন করি তুমি আমায় কাঁটা ছুড়ে মার, আমি তোমার বিরহে অশ্রু বর্ষণ করি তুমি শুষ্ক কথায় আমায় দূরে ঠেলে দাও। তোমাকেই … Read More
blingeeami banaichi <img style="visibility:hidden;width:0px;height:0px;" border=0 width=0 height=0 src="http://c.gigcount.com/wildfire/IMP/CXNID=200000… Read More
বরিশাল জেলা ১৭৯৭ সালে প্রতিষ্ঠিত বরিশাল দক্ষিণ বাংলাদেশের একটি অন্যতম সুন্দর শহর এবং বরিশাল বিভাগের সদর দপ্তর। জেলার উত্তরে শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ, পশ… Read More
ঋতুর কুটুম!ফাগুনে আগুনে পোড়ে হৃদয় মাচানপরশির বাঁশবনে- ডাহুক মাতালকোকিলের কুহুতানে পুলকিত বায় অবঘোরে ধেয়ে আসে মেঘের চাতাল।নিশিবাগে নাহারের আঁধোফোটা লনে-ড… Read More
তোমাকে ভালবাসি, হ্যাঁ ভালবাসি তাই মেনে নেই সব। হারাতে চাই না তবে এটা দূর্বলতা নয়। *** তুমি এলে *** অনেক বর্ষা পার করে অবশেষে তুমি এলে -বসন্তে- শীতের হিমেল হাওয়ার মত। সিক্ত আমার হৃদয় ছেয়ে তোমার স্নিগ্ধতা, যেন পূর্ণিমা রাতে, মায়াবী… Read More
0 মন্তব্য(সমূহ):
Post a Comment
তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....