মানুষ হবে চির যৌবনের অধিকারী! ভাবনাটাই বোধ হয় সত্য হতে চলেছে। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী রোনাল্ড ডেপিনহোর নেতৃত্বে গবেষকরা খুব শিগগিরই প্রস্তুত করতে চলেছেন যৌবন ধরে রাখার মহৌষধ। এটি সম্ভব হলে ৮০ বছর বয়সেও চামড়ায় তৈরি হবে নতুন কোষ। তারপর মাত্র দুই মাসের মধ্যে বয়স কমে দাঁড়াবে অর্ধেকে। সম্প্রতি লন্ডনের ডেইলি মেইল এই মার্কিন বিজ্ঞানীকে উদ্ধৃত করে বলেছে, বার্ধক্যের কারণগুলো উল্টোদিকে ঘুরিয়ে দেয়া সম্ভব। ইঁদুরের চামড়া, মস্তিষ্ক এবং অন্য দেহাংশের কোষ তিনি প্রতিস্থাপন করেছিলেন ৮০ বছরের এক বৃদ্ধের দেহে। দুই মাসের মধ্যেই তা থেকে একটি বিশেষ ধরনের উৎসেচকের নিঃসরণ শুরু হয় যা বার্ধক্যের উপসর্গ কমিয়ে দিতে সাহায্য করে। বিজ্ঞানীরা বলেছেন, এর ফলে একদিকে যেমন আয়ু বাড়বে তেমনি অন্যদিকে অসুস্থতাকে শক্তভাবে মোকাবিলা করা সম্ভব। শুধু তাই নয়, অনেক বেশি বয়স পর্যন্ত প্রজনন ক্ষমতাও ধরে রাখা যাবে। একইসঙ্গে বিজ্ঞানীরা উলেস্নখ করেছেন আলজাইমার্স অসুখের কথাও। তাদের মতে, যৌবন ধরে রাখার ওষুধ আবিষ্কার হলে স্মৃতিলোপের ঐ অসুখ থেকেও মানুষের মুক্তি মিলবে।_বর্তমান পত্রিকা
Sunday, December 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 মন্তব্য(সমূহ):
Post a Comment
তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....