বিয়ের আগে:
রুপের প্রশংসা করলে বলে নোংরা
আর প্রশংসা না করলে বলে গাধা
প্রেম নিবেদন করলে বলে চরিত্রহীন
প্রেম নিবেদন না করলে বলে পুরুষত্বহীন
আগবাড়িয়ে কথা বললে বলে ব্যক্তিত্বহীন
আর কথা না বললে বলে অভদ্র
বিপদে এগিয়েগেলে বলে মতলব বাজ
আর না গেলে বলে কাপুরুষ
বিয়ের পর:
সারাদিন ঘরে বসে থাকলে অলস, অপদার্থ
আর বাহিরে থাকলে বলে ছন্নছাড়া
যদি বউয়ের মাথা ধরে তাহলে সে টায়ার্ড
আর স্বামীর মাথা ধরলে সে বউকে অবহেলা করছে, উপেক্ষা
বউয়ের পেছন পেছন ঘুরলে স্বামী হেঙলা
আর যদি না ঘুরে তাহলে স্বামী পর নারী আসক্ত
এই হলো নারীদের বর্তমান চরিত্র
Sunday, December 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 মন্তব্য(সমূহ):
Post a Comment
তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....