আইলো পাড়ায় সুন্দরী এক মাইয়া,
মন শুধু চায় দেখতে তারে চাইয়া,
সুযোগ পেলে পিরিত করি যাইয়া।
সকাল বেলা বারান্দাতে বইয়া,
ব্যস্ত থাকে নিজের পড়া লইয়া,
আমার কাটে চাতক পাখী হইয়া।
ইচ্ছা করে হাওয়ারে দেই কইয়া,
যারে বাতাস আমার মেসেজ লইয়া,
একটা প্রেমিক অপেক্ষাতে রইয়া।
এমনি করে বছর গেল বইয়া,
মনের কথা মনেই রাখি সইয়া,
হৃদয় নায়ে উঠল না আর ছইয়া।
প্রবাস থেকে একটা পোলা আইয়া,
লইয়া গেলো আমার প্রিয় মাইয়া,
কাটাই আমি চোখের জলে নাইয়া।
বিদায় বেলা মেসেজ দিলো মাইয়া,
না পারিলাম সেই ডাকে না যাইয়া,
কাইন্দা বলেঃ ভাল থাকেন ভাইয়া।।
সুন্দরী এক মাইয়া
2:40 AM / by আমি বাংলায় গান গাই / with No comments /
Related Posts:
লুলুপবুটের তলায় দেখি ছাপ্পান্নো হাজার বর্গমাইল ঘোর অন্ধকারে থাকছে নীতির লাল ফাইল, মানচিত্রের প্রতি কোনায় থমকে স্বপ্ন থমকে থাকা লুলুপ দৃষ্টির প্রকটতায় এই ভূ… Read More
যৌবন জ্বালারাশিয়াতে Incest Sex, আমেরিকাতে পর্ণ, ভারত জুরে জাতীয়তাবাদ, বৈশ্য, সূদ্রঃ বর্ণ। হাসিনা ছোটেন ছেলের ঘরে, আমেরিকার চিঁপায়, খালেদা পুত্র পয়সা হাতায়, সৌদি … Read More
শৈসব বেলাচলুন না আবার শৈসব বেলায় উদ্দাম উদ্দীপনায় প্রজাপতির ডানায় ভেসে বেড়াই লাল-নীল ফড়িং গুলো দাবড়ে বেড়াই।। না হয়, এবেলা ধুলোর মেঘে ধূসর হবো নয়তো, ওবেলা বৃস্… Read More
আমার বাংলার শতরুপঅরুণোদয় কতটা মোলায়েম দেখিবে আজ, চলো করকমল ঘাসের শিশিরে ভেজাবো আজ, চলো।। অবারিত প্রান্তরের সীমানায় আলোক-রশ্মি সোনাঝড়া ধানের শিষে তার বিচ্ছুরণ সর্ষ… Read More
কাঁনামাছি ভো ভো যারে পাও তারে ছো।কাঁনামাছি ভো ভো যারে পাও তারে ছো।# ইচিং বিচিং চিচিং ছা পরজাপতি উড়ে যা।# ইশ বিশ ধানের শীষ মন্টু মিয়ার গোয়া বিশ।# আপিল চাপিল ঘন্টিমালা সেই ঘন্টি ফুলে… Read More
0 মন্তব্য(সমূহ):
Post a Comment
তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....