Sunday, January 9, 2011

শ্রেষ্ঠ প্রেমিক


শ্রেষ্ঠ প্রেমিক

আমি তোমায় ফুল নিবেদন করি
তুমি আমায় কাঁটা ছুড়ে মার,
আমি তোমার বিরহে অশ্রু বর্ষণ করি
তুমি শুষ্ক কথায় আমায় দূরে ঠেলে দাও।
তোমাকেই বলছি শোন...
মৃম্ময় এই আমাকে যদিও তুমি গলা টিপে মারতে পারবে,
বিমূর্ত আমার প্রেমকে কীভাবে খুন করবে তুমি?
তুমি পারবেনা,
প্রেম সে তো অক্ষয়, অবিনাশী
পরাজয়ে পরোয়া নেই তার,
দূর্যোগে ভেঙ্গে পড়েনা সে,
পথ হারায় না ভীষণ আঘাতে,
তার নেই কোন প্রতিকার, নেই কোন সৎকার।
কোথায় পাবে তুমি এমন ভালোবাসা?
তুমি শুধু পাবে আকাশজুড়ে চাঁদহীন অন্ধকার,
প্রেমহীন হাহাকার
অশরীরি চিৎকার...

আঁধারে বন্দী সুপ্ত রাজকন্যা,
তুমি জেগে উঠো, একটি কথা মনে রেখো আমার-
আমি কিংবদন্তী হতে চাইনা,
হতে চাইনা কোন দিগ্বিজয়ী সৈনিক,
শুধু তোমার জন্য আমি হব একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ প্রেমিক...

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....