Monday, January 10, 2011

বরিশাল জেলা


১৭৯৭ সালে প্রতিষ্ঠিত বরিশাল দক্ষিণ বাংলাদেশের একটি অন্যতম সুন্দর শহর এবং বরিশাল বিভাগের সদর দপ্তর। জেলার উত্তরে শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ, পশ্চিমে গোপালগঞ্জ, পিরোজপুর ও ঝালকাঠি, দক্ষিণে বরগুনা ও পটুয়াখালী এবং পূর্বে ভোলা ও লক্ষীপুর জেলা অবস্থিত। কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এ শহরের পুরাতন নাম চন্দ্রদ্বীপ। দেশের খাদ্যশস্য ও মৎস্য উৎপাদনের অন্যতম মূল উৎস বরিশাল। একে বাংলার ‘‘ভেনিস’’বলা হয়। বরিশাল দেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ নদীবন্দর। জেলার মোট আয়তন ২৭৯০.৫১ বর্গ কি.মি.। জেলার মোট ভোটার সংখ্যাজেলার মোট ভোটার সংখ্যা পুরুষ: ১১,৯৭,৭২২ জন, মহিলা: ১১,৫৮,২৪৫ জন। ১টি সিটি কর্পোরেশন, ১০টি উপজেলা, ১০টি থানা, ৫টি পৌরসভা, ৮৫টি ইউনিয়ন পরিষদ ও ১২০৪ টি গ্রাম নিয়ে গঠিত বরিশাল জেলা। লৌকিক দার্শনিক আরজ আলী মাতুব্বর, শেরে বাংলা এ.কে.ফজলুল হক, বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর, কবি জীবনানন্দ দাশ, লোকসংগীত শিল্পী আব্দুল গনি বয়াতিসহ দেশের আরো অনেক কৃতী সন্তানের জন্ম এই জেলায়।

Related Posts:

  • লক্ষ যোজন লক্ষ যোজন দুর হতে তুমি তাকিয়ে আছো আমার পানে জন্মান্তর ধরে দেখিছি তোমায় নীরবে নিভৃতে লুকিয়ে গোপনে। শুধু মনে হয় এতো যে আপন তবু কেন সে দুরে থেকে যায় কা… Read More
  • বরিশাল অঞ্চলের লোকসাহিত্যের দুটি ছড়াআদগান কৈতর তালগাছ বায় সোনার কৈতর উইড়্যা যায়। নলবুইনিদ্যা অতীত আইছে গঞ্জি কিইন্যা লইয়া আইছে। হে গঞ্জিতো ভাল না মাইয়া বিয়া দিমু না। মাইয়ার মাথায় লম্বা চ… Read More
  • যৌবন বেচা জীবন যাদের লেখাটিতে নিজস্ব মতামত বা দৃষ্টিভঙ্গীর ব্যবহার সচেতনভাবেই বাদ দিয়েছি। যতটুকু লিখেছি তার সবটাতেই কাজের বাস্তব ও যৌনজীবীদের মতামতের প্রতিফলন ঘটেছ… Read More
  • Fuck You >>> fuk u, Age, sex, location>> ASL Girlfriend >>> gf, Great >>> Gr8, No problem >> np, hru >>>> How Are You, My smmr hols wr CWOT. B4, we used 2go2 NY 2C my bro, his GF & thr 3 :- kids FTF. ILNY, it's a gr8 plc." translation: "My summer holidays were… Read More
  • প্রশ্নভোরের আকাশ কে প্রশ্ন করি তুমি এত সুন্দর কেন? আকাশের জবাব এখনো অনেক বেলা বাকী যে, জীবনের তো কিছুই দেখলাম না। সব সুন্দরই তো লাগছে দুপুরে প্রশ্ন করি তুম… Read More

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....