বরিশাল জেলা
১৭৯৭ সালে প্রতিষ্ঠিত বরিশাল দক্ষিণ বাংলাদেশের একটি অন্যতম সুন্দর শহর এবং বরিশাল বিভাগের সদর দপ্তর। জেলার উত্তরে শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ, পশ্চিমে গোপালগঞ্জ, পিরোজপুর ও ঝালকাঠি, দক্ষিণে বরগুনা ও পটুয়াখালী এবং পূর্বে ভোলা ও লক্ষীপুর জেলা অবস্থিত। কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এ শহরের পুরাতন নাম চন্দ্রদ্বীপ। দেশের খাদ্যশস্য ও মৎস্য উৎপাদনের অন্যতম মূল উৎস বরিশাল। একে বাংলার ‘‘ভেনিস’’বলা হয়। বরিশাল দেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ নদীবন্দর। জেলার মোট আয়তন ২৭৯০.৫১ বর্গ কি.মি.। জেলার মোট ভোটার সংখ্যাজেলার মোট ভোটার সংখ্যা পুরুষ: ১১,৯৭,৭২২ জন, মহিলা: ১১,৫৮,২৪৫ জন। ১টি সিটি কর্পোরেশন, ১০টি উপজেলা, ১০টি থানা, ৫টি পৌরসভা, ৮৫টি ইউনিয়ন পরিষদ ও ১২০৪ টি গ্রাম নিয়ে গঠিত বরিশাল জেলা। লৌকিক দার্শনিক আরজ আলী মাতুব্বর, শেরে বাংলা এ.কে.ফজলুল হক, বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর, কবি জীবনানন্দ দাশ, লোকসংগীত শিল্পী আব্দুল গনি বয়াতিসহ দেশের আরো অনেক কৃতী সন্তানের জন্ম এই জেলায়।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment
তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....