দেশাত্ববোধে জন্ম নিয়ে তাগড়া যৌবন
কালবৈশাখীর ঝড়ের বেগ পেয়ে-
সত্যের আলোয় দূর আগামীতে স্থির হয়৷
ইতিহাসের যুক্তিনিষ্ঠতায় বুঝে নেয় পথ
শিক্ষার চাদর মুড়িয়ে হেঁটে চলে
পথ থেকে পথে অগনন পদক্ষেপে৷
জীবনের ভাসানো ভেলায়-
ইচ্ছাকে হত্যা করে নিজেকে জড়িয়ে নেয়
মানুষ ও মনুষ্যত্বের স্বীকৃত মতবাদে৷
সময়
3:59 AM / by আমি বাংলায় গান গাই / with No comments /
0 মন্তব্য(সমূহ):
Post a Comment
তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....