Saturday, January 15, 2011

ঋতুর কুটুম!

ফাগুনে আগুনে পোড়ে হৃদয় মাচান
পরশির বাঁশবনে- ডাহুক মাতাল
কোকিলের কুহুতানে পুলকিত বায় 
অবঘোরে ধেয়ে আসে মেঘের চাতাল।

নিশিবাগে নাহারের আঁধোফোটা লনে-
ডুবে ডুবে ভূঁই মাপে কোমিন মিজান
টুপ টুপ গলে পড়ে অলাজ আগুন
পুড়ে ক্ষাক জোছনারা; ঋতুর কুটুম! 

অনুভূতিহীন আজ- কুমারী নাহার
স্যুয়ারেজ খালে ভাসে আইবুড়ো চাঁদ
অপঘাতে ধসে পড়ে মহুয়ার বন
মেঘবালা বারিধির হয়না আপন।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....