Friday, July 22, 2016

‘এটিএম’ থেকে টাকার পরিবর্তে মিলবে মাতৃদুগ্ধ!


‘এটিএম’ থেকে টাকার পরিবর্তে মিলবে মাতৃদুগ্ধ!






এটিএম থেকে টাকার বদলে দুধ বেরোচ্ছে, এরকম কি কখনও শুনেছেন? এবার এটাই হতে চলেছে। ‘এটিএম’ থেকে টাকা নয়, বেরোতে চলেছে মায়ের দুধ। এই বিশেষ উদ্যোগ নিয়েছে একটি মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টার।
সদ্যোজাত ও প্রিম্যাচিওর বেবির ক্ষেত্রে প্রয়োজনীয় পুষ্টিতে যাতে ঘাটতি না পড়ে, সেকারণেই এই উদ্যোগ নিয়েছে পুদুচেরীর জহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ। হাসপাতালে তারা একটি মিল্ক ব্যাঙ্ক তৈরি করেছে। যার নাম দিয়েছে ‘আমুধাম থাইপ্পাল মাইয়াম’ বা সংক্ষেপে 
‘ATM’।
breast-milk-story

এই ব্যাঙ্কের মাধ্যমে শুধুমাত্র স্তন্যদুগ্ধ সংরক্ষণই নয়। সদ্য প্রসূতিদের মধ্যে স্তন্যপান সম্বন্ধে প্রয়োজনীয় শিক্ষা ও সচেতনতারও প্রসার ঘটানো হবে।
Screenshot_7


JIPMER-এর নির্দেশেক এস সি পারিজা জানিয়েছেন, প্রতি মাসে সেখানে ১৫০০ বাচ্চার জন্ম হয়। যার মধ্যে ৩০ শতাংশ বাচ্চাই হয় হয় অপুষ্টিতে ভুগছে, নয়তো প্রিম্যাচিওর। আর তাই তাদের এই উদ্যোগ। টাইমস অফ ইন্ডিয়া











তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই, আমার স্মৃতিরা কেদেঁ ফেলে আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....