Sunday, July 24, 2016

জেনে নিন গলায় মাছের কাঁটা বিঁধলে কী করবেন


জেনে নিন গলায় মাছের কাঁটা বিঁধলে কী করবেন

এত ছোট একটা জিনিস কতটা ভোগাতে পারে, গলায় মাছের কাঁটা বিঁধলেই বোঝা যায়। খাবার খাওয়ার সময় অসাবধানতাবশত: কাঁটা বিঁধে গলায়। এতে গলাব্যথা হয়, বুক ও পেটেও ব্যথা হয় অনেক সময়। কাঁটা সরে যাওয়ার আগ পর্যন্ত অস্বস্তি থেকে যায়। এই অস্বস্তি দূর করতে কি কি করবেন জেনে নিন-
১. বাদাম চিবানমুখ ভরে বাদাম নিন। এটি হতে পারে চিনাবাদাম, কাঠবাদাম বা কাজুবাদাম। ভালো করে বাদাম চিবিয়ে গিলে ফেলুন। এর পর পানি পান করুন। এটি গলার কাঁটা দূর করতে কাজ করবে।








২. রুটি খানশুকনো পাউরুটি খেতে পারেন কাঁটা দূর করতে। মুখ ভরে পাউরুটি নিন, চিবিয়ে খান। এরপর পানি পান করুন।
৩. লবণযুক্ত পানিপানির মধ্যে সামান্য পরিমাণ লবণ গুলে খান। এতে গলার কাঁটা নরম হবে এবং ধীরে ধীরে তা বেরিয়ে যাবে।
৪. জলপাইয়ের জুসজলপাই পানি দিয়ে ফুটান। পানীয়টি গরম গরম থাকতে খান। কাঁটা নরম হয়ে গলা থেকে নেমে যাবে।
৫. ভাত খানভাত ছোট ছোট বল করে খান। তবে ভাতের সঙ্গে আর কিছু মেশাবেন না। এটি কাঁটা দূর করার একটি চমৎকার পদ্ধতি।

৬. কলা খানকাঁটা দূর করতে একটি বড় কলা খান। কলা খেতে খেতে কাঁটা নেমে যাবে।









তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই, আমার স্মৃতিরা কেদেঁ ফেলে আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....