Sunday, July 24, 2016

মুখের অস্বস্তিকর দুর্গন্ধ দূর করতে সহজ উপায়


মুখের অস্বস্তিকর দুর্গন্ধ দূর করতে সহজ উপায়







মুখে দুর্গন্ধ অত্যন্ত অসহ্যকর সমস্যা। মুখের দুর্গন্ধকে বেড ব্রেথ বা এসিড ব্রেথও বলা হয়। যেমন- মুখ পরিষ্কার-পরিচ্ছন্ন না থাকলে, সাইনাসের সমস্যা হলে, পানি ঠিকমতো পান না করলে, মুখে ঠিকঠাকমতো লালা উৎপন্ন না হলে, মাড়ির বিভিন্ন অসুখ হলে সাধারণত এই দুর্গন্ধ হয়।

কেবল মুখ পরিষ্কার রেখে যদি গন্ধ দূর করতে না পারেন, তবে একটি ঘরোয়া উপায় রয়েছে, যেটি দুর্গন্ধ দূর করতে দ্রুত কাজ করবে।
জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগ প্রকাশিত হয়েছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।

যা যা উপাদান প্রয়োজনঃ 
#লেবুর রস এক টেবিল চামচ
#দারুচিনি গুঁড়া এক চা চামচ
#মধু দুই চা চামচ
লেবুর রস, দারুচিনি ও মধুর মিশ্রণ মুখের দুর্গন্ধ দূর করতে খুবই কার্যকর। এটি দাঁত ও মাড়ির স্বাস্থ্য ভালো রাখে।
লেবুর মধ্যে রয়েছে প্রাকৃতিক পরিষ্কারক উপাদান। এটি দাঁতের ময়লা ও প্লাক কমায়; মুখ সতেজ করে।
মধু মুখের লালা ভালোভাবে উৎপন্ন করতে কাজ করে। মুখ শুষ্ক থাকলে দুর্গন্ধ হয়। আর দারুচিনি দুর্গন্ধ দূর করতে উপকারী।
যেভাবে তৈরি করবেন
# একটি পাত্রে সব উপাদান নিন।
# এর মধ্যে সামান্য পানি ঢালুন।
# উপাদানগুলো ভালোভাবে মেশান।
# এবার এটি দিয়ে মুখ কুলকুচি করুন বা গারগেল করুন। কয়েক মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।
# মুখের দুর্গন্ধ রোধে দিনে অন্তত দুবার এটি করুন।

মুখের দুর্গন্ধ রোধে মধু, দারুচিনি ও লেবুর মিশ্রণ খুবই কাজে দিবে।











তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই, আমার স্মৃতিরা কেদেঁ ফেলে আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....