Sunday, July 24, 2016

বীর্যের জোর কমে ধূমপানে


বীর্যের জোর কমে ধূমপানে

নিয়মিত যারা ধূমপান করেন, সাবধান! ক্যানসারের বিধিবদ্ধ সতর্কীকরণ ধরে নিয়ে এড়িয়ে যাবেন না। ধূমপানে ক্যানসারের আশংকা তো আছেই, সেইসঙ্গে আপনার বীর্যেরও বারোটা বাজায় সিগারেট! শুক্রাণুর গুণগত মান খারাপ করে দেয়।

সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে, নিয়মিত ধূমপানে স্পার্মের DNA ভালোরকম ক্ষতিগ্রস্ত হয়। যার প্রভাবে পুরুষের বন্ধ্যাত্ব পর্যন্ত হতে পারে। যে কারণে ধূমপায়ী পুরুষদের সতর্ক করেছেন বিজ্ঞানীরা। স্পার্মের ৪২২ রকম প্রোটিন বিশ্লেষণ করেই ডিএনএ-র এই গঠনগত পরিবর্তনের কথা জানতে পারেন গবেষকরা। ধূমপায়ীদের কারও কারও স্পার্মে দেখা গিয়েছে একটা প্রোটিন পুরোপুরি অনুপস্থিত। আবার, এমন অনেক ধূমপায়ীরও সন্ধান মিলেছে, যাঁদের স্পার্মে ২৭ রকমের প্রোটিন নামেমাত্র আছে। আবার খুব বেশমাত্রায় ৬ ধরনের প্রোটিন পাওয়া গিয়েছে, এমনও হয়েছে।
গবেষকরা বলছেন, অতিরিক্ত ও নিয়মিত ধূমপানের কারণে পুরুষ প্রজনন নালির মধ্যে প্রদাহজনক প্রতিক্রিয়া তৈরি হয়। এই গবেষণার বিশদ প্রকাশিত হয়েছে BJU নামে একটি আন্তর্জাতিক জার্নালে। গবেষণা রিপোর্টের সঙ্গেই ২০জন ধূমপায়ী ও ২০ জন অধূমপায়ীর কেসহিস্ট্রি তুলে দেওয়া হয়।
এই গবেষকদলের অন্যতম ড. রিকোর্ডো পিমেন্টা বার্তোল্লা জানিয়েছেন, বেশকিছু পরীক্ষায় এটা নিশ্চিত ভাবেই জানা গিয়েছে, সিগারেটে শুক্রাণুর ডিএনএকে ক্ষতিগ্রস্ত করে। যা, পুরুষ বন্ধ্যাত্বের অন্যতম একটি কারণ বলেই তাঁরা মনে করছেন।










তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই, আমার স্মৃতিরা কেদেঁ ফেলে আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....