তোমাকে রাখিতে চাই
সকল অশুভ স্পর্শের বাইরে।
তুমিও রাখিও সংরক্ষিত,
তোমার যা কিছু আমার আমানত।।
চলিও তুমি হিসাব কষে।
প্রতিটি পদক্ষেপ সর্তকতার সাথে।
কোন স্পর্শ তোমাকে, যেন কলংকিত না করে।
তুমি থাকবে আমার
স্পর্শের পাপড়ির মত।।
সকল অশুভ স্পর্শের বাইরে।
তুমিও রাখিও সংরক্ষিত,
তোমার যা কিছু আমার আমানত।।
চলিও তুমি হিসাব কষে।
প্রতিটি পদক্ষেপ সর্তকতার সাথে।
কোন স্পর্শ তোমাকে, যেন কলংকিত না করে।
তুমি থাকবে আমার
স্পর্শের পাপড়ির মত।।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment
তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....