Sunday, October 17, 2010

স্পর্শে

তোমাকে রাখিতে চাই
সকল অশুভ স্পর্শের বাইরে।

তুমিও রাখিও সংরক্ষিত,
তোমার যা কিছু আমার আমানত।।

চলিও তুমি হিসাব কষে।
প্রতিটি পদক্ষেপ সর্তকতার সাথে।
কোন স্পর্শ তোমাকে, যেন কলংকিত না করে।

তুমি থাকবে আমার
স্পর্শের পাপড়ির মত।।

Related Posts:

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....