Saturday, October 23, 2010

আমার হৃদয়ে তোমার আসন যখন

আমার হৃদয়ে তোমার আসন যখন
চাইনা মিনার, চাইনা টাওয়ার।

স্বাধীনতার মানে
ছড়িয়ে দাও প্রাণে প্রাণে
সকল মৌলিক অধিকার পূরণে
২২ থেকে ২২ হাজার পরিবারের উত্তরণে নয়;
১৬ কোটিরে ১৭তে বেঁধে রাখে পুরো দশক
গড়ে দাও টেনশনহীন রাত্রির নিশ্চয়তা।

ঘরে ঘরে, প্রাচুর্য চাইনা, মিনিমাম টুকু শংকাহীন
ব্যাস.. শপথ করে বলতে পারি
হাজার টাওয়ার, লাখো ফ্লোরোসন্টের চেয়ে
বেশি আলোয় আলকিত হবে তোমার মহিমা

পঞ্চ বার্ষিক পাঠ্যপুস্তক পাল্পাপাল্টিতে ইতিহাসে ঠাই মেলে না;
মিলবে চেতনার সতত সততার বাস্তবায়নে।
তস্কর,বঞ্চক, লুটেরারা বারবার ঘিরে থাকে ক্ষমতার বলয়ে
শীর্ষ জনেরে ছেলেভুলানো মায়া,কুহক,ঘুমপাড়ানিতে ভোলায়
আবার যখন নিয়তি নিষ্টুর হয়
তস্করেরা ইদূরের মতো আগেই সটকে পড়ে..

তাই তাদের প্রভাবে নয়- সত্যের নিত্য আহবানে
গড়ো হৃদয়ে হৃদয়ে মন্দির
যেখানে প্রেমেই পূজো মেলে
অন্য কিছূতে নয়।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....