আমি চলে যাবো!- যখন সবচেয়ে সুন্দর রমনীরা ভালোবাসা শিখেছে
তাদের ভেতরে এখন সরকার নেই, গণতন্ত্র নেই, বিচারক নেই,
এমনকি যুগে যুগে যারা কামশিল্পে মহান হয়েছিলেন; তারাও নিষ্ক্রিয়!
আমি চলে যাচ্ছি, যখন সবচেয়ে সুন্দর রমনীরা ভালোবাসা লিখেছে-
শরীরের ললিত ভাষায়, শিলালিপির চেয়ে মাংসল তন্তুতে রেখেছে সহিষ্ণু হাত
তাদের ভেতরে এখন পুলিশ নেই, ক্রস-ফায়ার নেই, নেই সশ্রম কারাদণ্ড!
তাদের অপেক্ষায় এখন উড়ন্ত দুপুর, কফিময় সন্ত বিকেল, আত্মমৈথুনের তৃপ্তরাত
তাদের অপেক্ষায় এখন ঠোঁটালু সকাল, অগ্রাহায়নের আনন্দ, জন্মান্তরের বৃষ্টিলাপ
আমি চলে যাচ্ছি, যখন সবচেয়ে সুন্দর রমনীরা ভালোবাসা জেনেছে
যাদের বক্ষ এখন অনেক বেশি সুগঠিত, আর ঠোঁট আরও বেশি উচ্চারিত
যাদের রাঙময় নোখগুচ্ছ আরও-আরও বেশি সোচ্চার শিল্পিত আঁচড়ে
আমি চলে যাবো, জানবো কী সবচেয়ে সুন্দর রমনী আছে আমার অপেক্ষায়?
পৃথিবীর সবচেয়ে সবুজ জমিন তার বুকে, প্রমোদের প্রিয় গান বাজে তার কণ্ঠে
সে জানে আধুনিক সাঁতারের কৌশল, একবারেই করতে পারে বন্দুকের লক্ষ্যভেদ
এমন কি হরতাল আগ্রাহ্য করাটা যার কাছে মামুলি, স্বর্ণজয় করাটাই তার পেশা!
জানাবে কী;-কেউ? সবচেয়ে সুন্দর রমনী আছে আমার অপেক্ষায়?
থাক বা না থাক; অপেক্ষা শব্দটির জন্য আজ নিজেকে খুব অপরাধি মনে হচ্ছে।
Thursday, October 21, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 মন্তব্য(সমূহ):
Post a Comment
তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....