Tuesday, October 26, 2010

কাঁনামাছি ভো ভো যারে পাও তারে ছো।

কাঁনামাছি ভো ভো যারে পাও তারে ছো।#

ইচিং বিচিং চিচিং ছা পরজাপতি উড়ে যা।#

ইশ বিশ ধানের শীষ
মন্টু মিয়ার গোয়া বিশ।#

আপিল চাপিল ঘন্টিমালা
সেই ঘন্টি ফুলের মালা
ফুল তুলিতে সিনধি কাটা
সিনধি কাঁটা বন্ধে
খোপা আহে আনন্দে
খোপার বিতরে দোরা সাপ
ফালদা উঠে বুইরার বাপ
বুইরার বাপে তামুক খায়
নাক গোয়াদা ধুমা যায়।#

টিপ টপ আলুর চপ লিচু বাগানে
একটা লিচু পইড়া আছে চায়ের দোকানে
ও চাআলা ও চাআলা দোকান খেলো না
ইষ্টিমারে বউ এসেছে দেখতে চলো না।#

ইস্কি বিস্কি সাবুর দানা
রাইত পোহাইলে বৈঠক খানা
মামায় আইসে কামাইয়া
ধরো ছাত্তি টানাইয়া
ছাত্তির উপর গামছা
দেখো মামির তামশা।
ছোট মামি রান্দে বারে
বড় মামি খায়
মেঝো মামি গাল ফুলাইয়া
বাপের বাড়ি যায়।
বাপে দিলো লাত্থি
হইলো একটা বাত্তি
বাত্তিত নাই তেল
হইলো একটা বেল
বেলে নাই বিচি
অইলো একটা কেচি
কেচিত নাই ধার
অইলো একটা হার
হারে নাই লকেট
হইলো একটা পকেট
পকেটে নাই টাকা
কেমনে যামু ঢাকা
ঢাকাত নাই গাড়ি
কেমনে যামু বাড়ি
বাড়িত নাই বাত
দিলাম একটা পাদ
পাদে নাই গন্ধ
হাইস্কুল বন্ধ
হাইস্কুলে যাইতাম না
বেতের বাড়ি খাইতাম না
বেত গেলো বাইঙ্গা
স্যারে দিলো কাইন্দা
ব্যা এ এ এ ...............#

ওটা লো ওটা
নাঙ্গল গোটা
নাঙ্গল কো?
এই তো।
তরা তরা কয় বাই?
সাত কুড়ি এক বাই।
এক বাই দিবি নি?
ছুইতে পারলে নিবিনি?#

ছুটি ছুটি ছুটি
গরম গরম রুটি
এক কাপ চা
সবাই মিল্লা খা।#

সোহেল বিবি কলেজ যাবি
কল ঘুরাইয়া পয়সা পাবি
সেই পয়সাদা বিয়া করবি
সুন্দর একটা বউ পাবি।#

সোহের আলি রায় বাঙ্গা জুতা পায়
বিড়ি খাওনের পয়সা নাই বিয়া করতে চায়।#

আটার রুটি কলের পানি
রাইত পোহাইলে টানটানি
দেড় মইন্না বসত্দা
চেয়ারমেইন্নার নাসত্দা।#

মফিজ আলি গোয়ায় তালি
মুরগী লইয়া ফালাফালি।#

////////////////////////////////////////
ওয়ান টু থ্রী
সাপে খায় বিড়ি
বিড়িত নাই আগুন
হইলো একটা বাগুন
বাগুনে নাই বিচি
হইলো একটা কেচি
কেচিত নাই ধার
হইলো একটা হার
হারে নাই লকেট
হইলো একটা পকেট
পকেটে নাই টাকা
কেমনে যামু ঢাকা
ঢাকাত নাই গাড়ি
কেমনে যামু বাড়ি
বাড়িত নাই বাত
দিলাম একটা পাদ
পাদে নাই গন্ধ
হাইস্কুল বন্ধ
হাইস্কুলে যাইতাম না
বেতের বাড়ি খাইতাম না
বেত গেলো বাইঙ্গা
স্যারে দিলো কাইন্দা
ব্যা এ এ এ ...............
///////////////////////////////////
আদা পাদা, লবন ছাদা...কুড়ালে বলে হাই হুই......পাচজন বলে, তাই তুই।
পাল্লায় করে আল্লা আল্লা,
লাঙ্গলে করে চাষ।
হাসিনা স্বপ্ন দ্যাখে,
খালেদার __ছায় বাঁশ।
///////////////////////////////////////
ক্লাস ওয়ান.....
....................(ভুইল্যা গ্যাছি)।
ক্লাস টু
খায় গু।
ক্লাস থ্রি
খায় বিড়ি।
ক্লাস ফোর
গরু চোর।
ক্লাস ফাইব
....................(ভুইল্যা গ্যাছি)।
ক্লাস সিক্স
....................(ভুইল্যা গ্যাছি)।
ক্লাস সেভেন
মাইয়্যা বিয়া দেবেন
আর আপাতত মনে নাই...............
(বাচ্চাদের ঘুঘুতো বসাইয়া গান........)

ঘুঘু সই.......
দা খান কই ?
দা দিয়া কি করবি ?
ফিরি বানামু।
ফিরি দিয়া কি করবি ?
বউ বসামু।
বউ কোথায় ?
ঘাটে গ্যাছে।
ঘাট কোথায় ?
বাড়ির পাশে.........................

ছোট তালগাছটা লড়ে চড়ে.........
বড় তালগাছটা ভাইঙ্গাআআআআ.........পড়ে।
//////////////////////////////////////////////////////////////
হ্যাকা ব্যাকা গাড়ীর চাকা,
গাড়ী পরল খাদে।
ঐ মিনসে পাদে।
////////////////////////////////////
বরিশাইল্লা গরু চোর
ব্যাড়া ভাইঙ্গা দিল দৌড় ...

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....