Thursday, October 28, 2010

যৌবন জ্বালা

রাশিয়াতে Incest Sex, আমেরিকাতে পর্ণ,
ভারত জুরে জাতীয়তাবাদ, বৈশ্য, সূদ্রঃ বর্ণ।
হাসিনা ছোটেন ছেলের ঘরে, আমেরিকার চিঁপায়,
খালেদা পুত্র পয়সা হাতায়, সৌদি বাদশার কৃপায়।

বুইড়া শালা জামাতী আমির sexual revolution করে।
৭১ এর Nixon-এর মালের সোনা মাথায় চড়ে।
ধর্ম নিয়ে পতিতাবৃত্তি, ২ দলের সাথে,
বোঁকা public বাল ফেলায় রাজনীতির ঝড়ে।

জাতীয় পার্টির জাতিয়তাবোধ, সোনার লাঙ্গল চাষ,
জনতা টাওয়ার, চিনি চোরের পার্টি খাইল বাঁশ।
সামরিক বুড়ার যৌবন জ্বালায়, শাকিলা জাফর পুড়ে।
বিদিশা আজ দিশা হারা, রওশান একটু দুরে।

সংস্কৃতি আর ধর্ম নিয়ে বেজায় মারামারি,
Legitimate ধর্ম দিলো মোল্লা ব্যাঁটার দাড়ি ।
বাংলাদেশের গোয়ায় ব্যাঁথা, পশ্চিমাদের কষ্ট,
বাঙ্গালি তুমি, মুসলিম তুমি - ওদের তাইতো মাথা নষ্ট।

Related Posts:

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....