চলুন না আবার শৈসব বেলায়
উদ্দাম উদ্দীপনায় প্রজাপতির ডানায় ভেসে বেড়াই
লাল-নীল ফড়িং গুলো দাবড়ে বেড়াই।।
না হয়, এবেলা ধুলোর মেঘে ধূসর হবো
নয়তো, ওবেলা বৃস্টির জলে কাদা মাখামাখি করবো।।
রেল লাইনের পাথরগুলো কুড়িয়ে আনি
টিয়ার ছানাগুলো কেমন আছে দেখে আসি
খিদেয় না হয় বিলের শালুক ডুবিয়ে তুলি।।
না হয়, এ বেলা কোসা নাওয়ে ঐ গাঁয়ের খালের জলে মাছ ধরি
নয়তো, ওবেলা বিলের জলে অস্তগামি সূর্যের লালিমা গায় মাখি।।
রহিম কাকার আখের মিস্টতা পরখ করি
অবনি কাকার আমগুলো পাঁকলো কি না দেখে আসি
ফুফুর বাড়ির কামরাঙ্গায় কাসুন্দি মাখিয়ে টক-ঝালে উহু-আহা করি
না হয়, এবেলা হিজল তলায় দখিনা বাতাসে শরীরটা জুড়াই
নয়তো, ওবেলা করমচা-বেতের জঙ্গলের কাটায় রক্ত ঝরাই।।
শহুরে কোলাহলের বাইরে কিছু সময় থাকি পাখির কুজনে
দৃস্টির সীমানায় তাল গাছের প্রাচীর দেখি সবুজ প্রান্তরে
পূর্নিমার চাঁদের ঝলমল রূপ দেখি ঘাস বিছানায় শুয়ে
নাহয়, এবেলা ঝাঁঝাঁ রোদ্দুরে ডাহুকের কুহক ডাকে উল্টো হাটাই
নয়তো, ওবেলা আমাবশ্যায় শ্মশানে পেঁচার ডাকে দৌড়ে পালাই
শৈসব বেলা
1:32 AM / by আমি বাংলায় গান গাই / with No comments /
Related Posts:
এবার ওষুধ ছাড়াই আয়ত্বে রাখুন ব্লাড সুগার এবার ওষুধ ছাড়াই আয়ত্বে রাখুন ব্লাড সুগার ফ্রি ইবুক ডাউনলোডকরতে এখানে ফ্রি সফটওয়ার ডাউনলোড করতে এখানে ফ্রি গেমস ডাউনলোডক… Read More
৩ কেজি ওজন কমবে মাত্র ৭ দিনে! ৩ কেজি ওজন কমবে মাত্র ৭ দিনে! ফ্রি ইবুক ডাউনলোডকরতে এখানে ফ্রি সফটওয়ার ডাউনলোড করতে এখানে ফ্রি গেমস ডাউনলোডকরতে এখা… Read More
যে খাবারগুলো রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় যে খাবারগুলো রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় ফ্রি ইবুক ডাউনলোডকরতে এখানে ফ্রি সফটওয়ার ডাউনলোড করতে এখানে ফ্রি গেমস ডাউন… Read More
যে অভ্যাসগুলো ঘুমের মধ্যেই ওজন কমিয়ে দেবে যে অভ্যাসগুলো ঘুমের মধ্যেই ওজন কমিয়ে দেবে ফ্রি ইবুক ডাউনলোডকরতে এখানে ফ্রি সফটওয়ার ডাউনলোড করতে এখানে ফ্রি গেম… Read More
বেশি সেলফিতে অকালে বুড়িয়ে যাবার ঝুঁকি বাড়ে বেশি সেলফিতে অকালে বুড়িয়ে যাবার ঝুঁকি বাড়ে ফ্রি ইবুক ডাউনলোডকরতে এখানে ফ্রি সফটওয়ার ডাউনলোড করতে এখানে ফ্রি গেমস… Read More
0 মন্তব্য(সমূহ):
Post a Comment
তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....