বুটের তলায় দেখি ছাপ্পান্নো হাজার বর্গমাইল
ঘোর অন্ধকারে থাকছে নীতির লাল ফাইল,
মানচিত্রের প্রতি কোনায় থমকে স্বপ্ন থমকে থাকা
লুলুপ দৃষ্টির প্রকটতায় এই ভূমি তাই ফাকা।
লুলুপ
2:38 AM / by আমি বাংলায় গান গাই / with No comments /
2:38 AM / by আমি বাংলায় গান গাই / with No comments /
0 মন্তব্য(সমূহ):
Post a Comment
তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....