Wednesday, November 3, 2010

আমার ভোরে

ঝাপসা চশমায় দেখি কুয়াশার সকালে
এক মুঠোর অভাবে গুটিশুটি এক কাক
পা ভিজে যায় শিশির ছোয়ায় তাকিয়ে
আজকে হারাক স্বপ্নেরা তাই বড্ড অবাক
কর-কমলে চুড়ি আর
আলতার লালীমা দিল সে
দিবানিশী এখন স্বপ্নের ভেলা ভাসাই
মেঘ ছুয়ে
সোনালী ডানার চিলের সঙ্গে উড়ে বেড়াই
নিলীমায়
শীতলতার পরশে অবগুন্ঠিতা হই
আঁচল তলে
তুমি আছো কুয়াশায়
ঝিঝি পোকার আলোতে
আমি নেই আমাতে,
ষাষ্ঠাঙ্গে প্রনাম তোমাতে।।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....