ঝাপসা চশমায় দেখি কুয়াশার সকালে
এক মুঠোর অভাবে গুটিশুটি এক কাক
পা ভিজে যায় শিশির ছোয়ায় তাকিয়ে
আজকে হারাক স্বপ্নেরা তাই বড্ড অবাক
কর-কমলে চুড়ি আর
আলতার লালীমা দিল সে
দিবানিশী এখন স্বপ্নের ভেলা ভাসাই
মেঘ ছুয়ে
সোনালী ডানার চিলের সঙ্গে উড়ে বেড়াই
নিলীমায়
শীতলতার পরশে অবগুন্ঠিতা হই
আঁচল তলে
তুমি আছো কুয়াশায়
ঝিঝি পোকার আলোতে
আমি নেই আমাতে,
ষাষ্ঠাঙ্গে প্রনাম তোমাতে।।
আমার ভোরে
12:46 AM / by আমি বাংলায় গান গাই / with No comments /
Related Posts:
মিথিলা,মিথিলা, কষ্টকে ছুঁয়ে দেখেছো কখনো? দেখেছ কি কভু, উপরে সতেজ ভেতরে রক্তাক্ত ক্ষত-বিক্ষত কোন পরাজিত সৈনিক? নিজেকে আজকাল বড় বেশী কষ্ট দিতে ইচ্ছে করে কে… Read More
আমি কিছু ইংরেজি শব্দের মজার তথ্য উপস্থাপন করছিআমি কিছু ইংরেজি শব্দের মজার তথ্য উপস্থাপন করছি ১। সবচেয়ে লম্বা ইংরেজি শব্দ হল- Floccinaucinihilipilification ২। 80 কে letter marks বলা হ্য় কারণ L=12, … Read More
মানুষ হবে চির যৌবনের অধিকারী মানুষ হবে চির যৌবনের অধিকারী! ভাবনাটাই বোধ হয় সত্য হতে চলেছে। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী রোনাল্ড ডেপিনহোর নেতৃত্বে গবেষকরা খু… Read More
PDF কে WORD এবং WORD কে PDF এ Convert করুন কোন Software ইনষ্টল ছাড়াই।অনেক সময় আমাদের PDF কে WORD এবং WORD কে PDF এ Convert করার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে পিসি তে Software ইনষ্টল করা থাকতে হয়। কিন্তু যদি এমন হয়, আপনি … Read More
কি-বোর্ডের F1 থেকে F12 এর কাজF1 : সাহায্যকারী কি হিসেবেই ব্যবহূত হয়। যখন F1 কি চাপা হয় তখন প্রত্যেক প্রোগ্রামেরই হেল্প পেইজ চলে আসে। F2 : সাধারণত কোনো ফাইল বা ফোল্ডার পুনরায় নামকর… Read More
0 মন্তব্য(সমূহ):
Post a Comment
তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও
যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই,
আমার স্মৃতিরা কেদেঁ ফেলে
আমার নোঙ্গর ছিড়েঁ যায়.....