ami banaichi
<img style="visibility:hidden;width:0px;height:0px;" border=0 width=0 height=0 src="http://c.gigcount.com/wildfire/IMP/CXNID=2000002.0NXC/bT*xJmx*PTEyOTI*MzU2MTYwMjUmcHQ9MTI5MjQzNjE*NTY4NiZwPTYyNTEmZD1jb2RlYm94Jmc9MSZvPTM3ZTAwOWNmZWIwYTRm/OWI5YzUyYzhmMmY1ZTM4MzMz.gif" /> ...
Wednesday, December 15, 2010
Tuesday, December 14, 2010
তোমাকে ভালবাসি, হ্যাঁ ভালবাসি তাই মেনে নেই সব। হারাতে চাই না তবে এটা দূর্বলতা নয়।
7:42 AM / by আমি বাংলায় গান গাই / with No comments /

*** তুমি এলে ***
অনেক বর্ষা পার করে অবশেষে
তুমি এলে -বসন্তে-
শীতের হিমেল হাওয়ার মত।
সিক্ত আমার হৃদয় ছেয়ে তোমার স্নিগ্ধতা,
যেন পূর্ণিমা রাতে, মায়াবী জ্যোৎস্নার সাথে
বাতাসে ভেসে আসা কামিনীর সুবাস;
দীর্ঘপ্রশ্বাসে শুধু তোমাকে, তোমাকেই অনুভব।
রুক্ষ আমার...
Monday, December 13, 2010
কনডম
5:55 AM / by আমি বাংলায় গান গাই / with No comments /
মন্টা বড় খুশ আজিকে। সব্বার মন্টা খুশ করার জন্য ইকটুহ্ কতুকুতু.
(লেকচার দেয়ার পর)টিচার : ছেলেরা, বুঝতে পারলে তো, মশা কেমন করে আমাদের মাঝে রোগ ছড়ায়?
ছাত্ররা : জি স্যার!
টিচার : কাজেই মশাদের বংশবৃদ্ধি রোধ করতে হবে...
এক ছাত্র : হি-হি-হি...
টিচার : এই ছেলে, তুমি হাসলে কেন?
ঐ ছাত্র : স্যার, এতো ছোট ছোট কনডম...
সুন্দরী এক মাইয়া
2:40 AM / by আমি বাংলায় গান গাই / with No comments /
আইলো পাড়ায় সুন্দরী এক মাইয়া,
মন শুধু চায় দেখতে তারে চাইয়া,
সুযোগ পেলে পিরিত করি যাইয়া।
সকাল বেলা বারান্দাতে বইয়া,
ব্যস্ত থাকে নিজের পড়া লইয়া,
আমার কাটে চাতক পাখী হইয়া।
ইচ্ছা করে হাওয়ারে দেই কইয়া,
যারে বাতাস আমার মেসেজ লইয়া,
একটা প্রেমিক অপেক্ষাতে রইয়া।
এমনি করে বছর গেল বইয়া,
মনের কথা মনেই রাখি সইয়া,
হৃদয়...
Sunday, December 12, 2010
নারীদের বর্তমান চরিত্র
9:39 AM / by আমি বাংলায় গান গাই / with No comments /
বিয়ের আগে:রুপের প্রশংসা করলে বলে নোংরাআর প্রশংসা না করলে বলে গাধাপ্রেম নিবেদন করলে বলে চরিত্রহীনপ্রেম নিবেদন না করলে বলে পুরুষত্বহীনআগবাড়িয়ে কথা বললে বলে ব্যক্তিত্বহীনআর কথা না বললে বলে অভদ্রবিপদে এগিয়েগেলে বলে মতলব বাজআর না গেলে বলে কাপুরুষবিয়ের পর:সারাদিন ঘরে বসে থাকলে অলস, অপদার্থআর বাহিরে থাকলে...
Sunday, December 5, 2010
মানুষ হবে চির যৌবনের অধিকারী
2:40 AM / by আমি বাংলায় গান গাই / with No comments /
মানুষ হবে চির যৌবনের অধিকারী! ভাবনাটাই বোধ হয় সত্য হতে চলেছে। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী রোনাল্ড ডেপিনহোর নেতৃত্বে গবেষকরা খুব শিগগিরই প্রস্তুত করতে চলেছেন যৌবন ধরে রাখার মহৌষধ। এটি সম্ভব হলে ৮০ বছর বয়সেও চামড়ায় তৈরি হবে নতুন কোষ। তারপর মাত্র দুই মাসের মধ্যে বয়স কমে দাঁড়াবে...
Saturday, December 4, 2010
PDF কে WORD এবং WORD কে PDF এ Convert করুন কোন Software ইনষ্টল ছাড়াই।
4:27 AM / by আমি বাংলায় গান গাই / with No comments /
অনেক সময় আমাদের PDF কে WORD এবং WORD কে PDF এ Convert করার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে পিসি তে Software ইনষ্টল করা থাকতে হয়।
কিন্তু যদি এমন হয়, আপনি PDF কে WORD এবং WORD কে PDF এ Convert করতে পারছেন কোন Software ইনষ্টল ছাড়াই।
হ্যাঁ, এমনটাই করতে পারবেন আপনি।
PDF কে WORD এ Convert করতে ক্লিক করুন...
Friday, December 3, 2010
কি-বোর্ডের F1 থেকে F12 এর কাজ
6:35 AM / by আমি বাংলায় গান গাই / with No comments /
F1 : সাহায্যকারী কি হিসেবেই ব্যবহূত হয়। যখন F1 কি চাপা হয় তখন প্রত্যেক প্রোগ্রামেরই হেল্প পেইজ চলে আসে।
F2 : সাধারণত কোনো ফাইল বা ফোল্ডার পুনরায় নামকরণের (Rename) জন্য ব্যবহূত হয় । Alt+Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ডকুমেন্ট খোলা হয়। Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের প্রিন্ট প্রিভিউ দেখা হয়।
F3:...
Wednesday, December 1, 2010
মিথিলা,
10:52 AM / by আমি বাংলায় গান গাই / with No comments /
মিথিলা,
কষ্টকে ছুঁয়ে দেখেছো কখনো?
দেখেছ কি কভু, উপরে সতেজ
ভেতরে রক্তাক্ত ক্ষত-বিক্ষত কোন পরাজিত সৈনিক?
নিজেকে আজকাল বড় বেশী কষ্ট দিতে ইচ্ছে করে কেন?
ভাল আছি, অথচ মিথিলা ঝড়ে
ভেতরের যত সব বড় বড় সুপ্ত অগ্নিগিরি
জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে
তোমারই হাতে গড়া, তোমার অনন্তকে।
মিথিলা, আমি জানি তুমি...
Subscribe to:
Posts (Atom)